রাজনীতির নৈতিকতা ধ্বংস করছেন মমতা, অভিযোগ মীনাক্ষীর

রাজনীতির নৈতিকতা ধ্বংস করছেন মমতা, অভিযোগ মীনাক্ষীর

9de5cd5b0408e2e4e1be228fb8bf7511

নদীয়া: পশ্চিমবঙ্গে রাজনীতির নৈতিকতাকে ধ্বংস করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার বিকেলে নদীয়ার ৮৬ শান্তিপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বামফ্রন্ট প্রার্থী সৌমেন মাহাতোর সমর্থনে শান্তিপুরের মাটিতে ভোট প্রচারে এসে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে কর্যত সরাসরি এই ভাষাতেই আক্রমণ করলেন সিপিআইএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়৷

উপনির্বাচনে জয়লাভ প্রসঙ্গে এইবার শান্তিপুরে বামফ্রন্ট আশানুরূপ ফলাফল করবে বলেও দাবি করেন মীনাক্ষী৷ এছাড়াও বর্তমান পরিস্থিতিতে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে রাজ্যব্যাপী বেহাল স্বাস্থ্য কর্মসংস্থান, শিক্ষা গণতন্ত্র ও রাজনৈতিক সংস্কৃতির ইস্যুতেই মূলত উপনির্বাচনে লড়াই করবে বামফ্রন্ট বলেও এই দিন দাবি করেন তিনি।

এছাড়াও শান্তিপুর শহরের স্টেশন সংলগ্ন এলাকা সহ বাইগাছি,কাশ্যপ পাড়া, কুটির পাড়া, লেলিন সরণি পঞ্চতত্ত্ব রোড সহ শহরের বিভিন্ন প্রান্তে ঘুরে সাধারণ মানুষের সাথে আলাপচারিতার মধ্য দিয়ে বামফ্রন্ট প্রার্থী সৌমেন মাহাতোর সমর্থনে ভোট প্রচার করেন মীনাক্ষী৷ সেখানেই সরাসরি মুখ্যমন্ত্রী এবং তাঁর দল তৃণমূলকে আক্রমণ করে মীনাক্ষী বলেন, ‘‘মানুষের কাজ নেই৷ রাজ্যে চাকরির কোনও সুযোগ নেই৷ অথচ উনি শুধু ভাতা বিলিয়ে বেরোচ্ছেন৷’’

মানুষের উদ্দেশ্যে বলেছেন, ‘‘আপনারা সরব হন৷ বলুন, আমরা ভিক্ষার ২ টাকা কিলো চাল চাই না৷ আমরা কাজ চাই৷ আসলে এভাবে মানুষের কর্মক্ষমতা কেড়ে নেওয়া হচ্ছে৷ গত ১০ বছরে রাজ্যটাকে রসাতলে পাঠিয়েছে তৃণমূল এবং তাঁর নেত্রী৷ ’’এর বিরুদ্ধে মানুষকে গর্জে ওঠার আহ্বান জানান মীনাক্ষী৷ টেনে এনেছেন দল বদলের প্রসঙ্গও৷ তারপরই বলেছেন, ‘‘পশ্চিমবঙ্গে রাজনীতির নৈতিকতাকে ধ্বংস করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *