রামনগর: তৃণমূল উপ প্রধানকে মারধর ও গলাটিপে খুনের চেষ্টার ঘটনায় তিন অভিযুক্তকে গ্রেফতার করল রামনগর থানার পুলিশ। ঘটনা প্রকাশ্যে আসার পরই গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। রামনগর থানার পুলিশ জানিয়েছে অভিযুক্তরা হল রামনগরে রামচক গ্রামের শক্তিপদ দত্ত, গ্রামের সত্যগোপাল মাইতি ও দেপালে সেহেন্দু ত্রিপাটি। সোমবার অভিযুক্তদের কাঁথি মহকুমা আদালতে তোলা হয়। বিচারক তাদের জামিন নাকচ করে দেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রাম পঞ্চায়েতের বনসৃজন প্রকল্পের গাছ নষ্ট করছিল তিন যুবক। বাধা দিলে দেপাল গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের উপপ্রধান তাপস কান্তি দত্তর সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন তিন অভিযুক্ত৷ অভিযোগ, উত্তেজিত অবস্থায় তিনজন উপপ্রধানকে বেধড়ক মারধর ও গলাটিপে খুনের চেষ্টা করে৷ স্থানীয় বাসিন্দারা ছুটে এসে কোনরকমে উপপ্রধানকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করেন। সুস্থ হয়ে রামনগর থানার পুলিশের দ্বারস্থ হয় ওই দেপাল গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসে উপপ্রধান।
অভিযোগ পেয়ে নড়েচড়ে বসে রামনগর থানার পুলিশ। রবিবার রাতে অভিযান চালিয়ে অভিযুক্তদের হাতেনাতে পাকড়াও করে পুলিশ। রামনগর থানার ওসি সৌরভ চিননা বলেন, “অভিযোগের ভিত্তিতে তিনজন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। পুরো ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে৷” রামনগর দেপাল পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের প্রধান অনুপ মাইতি বলেন, “এলাকায় বনসৃজন নষ্ট করছিল। উপপ্রধান বাধা দিলে তার উপর চড়াও মারধর করে ও খুনের চেষ্টা করে। থানায় লিখিত অভিযোগ জানিয়েছে। পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করবে৷” যদিও গ্রেফতার তিন অভিযুক্তের পরিবারের সদস্যদের দাবি, তারা রাজনৈতিক চক্রান্তের শিকার। ঘটনার জেরে এলাকায় ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য৷