আজ শান্তিপুরে অভিষেক, জনসভা ঘিরে চূড়ান্ত প্রস্তুতি, কি বার্তা দেন- নজর সেদিকেই

আজ শান্তিপুরে অভিষেক, জনসভা ঘিরে চূড়ান্ত প্রস্তুতি, কি বার্তা দেন- নজর সেদিকেই

নদীয়া: আর কিছুক্ষণ পরেই শান্তিপুরের উপনির্বাচনের তৃণমূল কংগ্রেস প্রার্থী ব্রজকিশোর গোস্বামীর সমর্থনে জনসভা করতে আসছেন তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। চূড়ান্ত পর্যায়ে চলছে জনসভার শেষ মুহূর্তের কাজ। 

আরও পড়ুন- বাইপ্যাপ সাপোর্ট খুললেও লাগছে অক্সিজেন, অপরিবর্তিত সুব্রতর শারীরিক অবস্থা

সকাল থেকেই জেলা প্রশাসনের পক্ষ থেকে জনসভা ঘিরে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা ঘিরে যাতে কোনরকম বিশৃঙ্খলা পরিস্থিতি না তৈরি হয় সেই কারণেই ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা করেছে জেলা প্রশাসন। পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা ঘিরে তৃণমূল নেতৃত্ব এবং কর্মীদের মধ্যে চূড়ান্ত উৎসাহ লক্ষ্য করা গিয়েছে। সকাল থেকেই চলছে তৃণমূলের পতাকা বাধার কাজ। এর পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় উপনির্বাচন ঘিরে তৃণমূল কর্মী এবং সাধারণ মানুষকে কি বার্তা দেন সেদিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল।

প্রসঙ্গত, এবারের ভোটে হাই ভোল্টেজ হয়ে উঠেছে নদীয়ার শান্তিপুর৷  তৃণমূল, বিজেপি, এমনকি সিপিএমও এই কেন্দ্রে মাটি কামড়ে লড়াইয়ে নেমেছে৷ বাংলাদেশ ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মৌলবাদীদের সমর্থন করার অভিযোগে সরব হয়েছে গেরুয়া শিবির৷ রাজ্যের অনুন্নয়ন নিয়ে সরব হয়েছে বামেরাও৷ পাল্টা হিসেবে  বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও কেন্দ্রের বিজেপি সরকারকে তীব্র ভাষায় আক্রমণ শানাচ্ছে শাসকদল৷

সোমবার সন্ধ্যাতেই শান্তিপুরের সভা থেকে তৃণমূলের দাপুটে নেতা-মন্ত্রী ফিরহাদ হাকিম অভিযোগ করেছেন, ‘‘বিজেপি দলটি সাম্প্রদায়িকতাতে বিশ্বাসী। ওরা সবসময় চেষ্টা করে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর। যার কারণে রাজ্য থেকে ধুয়ে মুছে সাফ হয়ে গেছে বিজেপি।’’ স্বভাবতই শান্তিপুরের মাটি থেকে অভিষেক কি বার্তা দেন সেদিকেই তাকিয়ে সব মহল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *