রাস্তা খারাপ! দফতরের কেলেঙ্কারি হাতেনাতে ধরলেন মুখ্যমন্ত্রী

রাস্তা খারাপ! দফতরের কেলেঙ্কারি হাতেনাতে ধরলেন মুখ্যমন্ত্রী

কার্শিয়াং:  কার্শিয়াংয়ে প্রশাসনিক বৈঠকে পিডব্লিউডি-র গলতি চোখে আঙুল দিয়ে দেখালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷  হাতে নাতে ধরলেন কেলেঙ্কারি৷ এদিন তিনি বলেন, জলের জন্য রাস্তাগুলো সব ভেঙে চুড়ে দিয়েছে পিডব্লিউডি৷ ন্যাশনাল হাইওয়েরও চলটা উঠে গিয়েছে৷ জাতীয় সড়কগুলোরও দেখভাল করতে হবে৷ মুখ্যমন্ত্রীর নির্দেশ সাদা পাথর নয়৷ রাস্তা তৈরির জন্য কালো পাথর ব্যবহার করতে হবে৷ যাতে রাস্তা আরও মজবুত হতে পারে৷ তিনি বলেন, ‘তোমার দফতরের লোকরা ২ পয়সা দিয়ে সাদা পাথর কেনে৷ সাদা পাথর বন্ধ করা হলেও কেউ সস্তায় সেই পাথর কিনে  রাস্তা তৈরি করছে কিনা, সারপ্রাইজ ভিজিট করে তা দেখতে হবে৷ সরকারের একটা টাকাও নয়ছয় করা যাবে না৷’

আরও পড়ুন- সীমান্তে নাকা চেকিং করতে হবে, পুলিশকে কড়া নির্দেশ মমতার

এই বিষয়ে কিছু এজেন্সির গাফিলতির প্রসঙ্গ উঠতেই মুখ্যমন্ত্রী বলেন, গাফিলতি নয়৷ সাদা পাথর দিয়ে রাস্তা বানানো হয়৷ তাই একটা বর্ষা হলেই সেটা ভেঙে যায়৷ পাথরের উপর পাথর ফেলায় রাস্তা আরও বেহাল হয়৷ প্রসঙ্গত, কিছুদিন আগেই বন্যা হয়েছে উত্তরবঙ্গে৷  তিস্তার জলে বহু রাস্তা নষ্ট হয়েছে৷ ফলে নতুন করে রাস্তা মেরামত করতে হচ্ছে৷ এদিন মুখ্যমন্ত্রীকে বলা হয়, দার্জিলিংয়ের রাস্তা খোলা গেলেও, কালিম্পংয়ের রাস্তার মেরামতির জন্য পাহাড় কাটতে হয়েছে৷ কারণ তিস্তার জলে রাস্তা ক্ষয়ে গিয়েছে৷ ৩০০ ফুট রাস্টা নতুন করে বানানো হয়েছে৷    

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *