হোক উন্নয়ন বিতর্ক, শুভেন্দুকে খোলা চ্যালেঞ্জ অভিষেকের

হোক উন্নয়ন বিতর্ক, শুভেন্দুকে খোলা চ্যালেঞ্জ অভিষেকের

নদিয়া: তিনি এলেন, মঞ্চে ভাষণ রাখলেন এবং উন্নয়নের প্রশ্নে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ছুঁড়ে দিলেন চ্যালেঞ্জ৷ চুম্বকে এটাই ছিল, মঙ্গলবার নদিয়ার শান্তিপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা৷

মঙ্গলবার নদিয়ার শান্তিপুরে দলীয় প্রার্থী ব্রজকিশোর গোস্বামীর সমর্থনে জনসভা করতে এসেছিলেন অভিষেক৷ সেখানেই বক্তব্য রাখতে গিয়ে সরাসরি শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন তৃণমূলের যুবরাজ৷ বলেন, ‘‘তৃণমূল নাকি কোনও উন্নয়ন করেনি৷ অনেক বড় বড় কথা তো বলছো৷ দম থাকলে এসো, সামনা সামনি উন্নয়নের প্রশ্নে বিতর্ক হোক৷ দিন, সময়, স্থান ঠিক করো৷ আমরা উন্নয়ন নিয়ে বিতর্কের জন্য তৈরি আছি৷  দেখিয়ে দেব মোদী সাত বছরে দেশের কোনও উন্নয়ন করেননি৷ কিন্তু ১০ বছরে মমতা বন্দ্যোপাধ্যায় বিপুল উন্নয়ন করেছেন৷’’

এরপরই জনতার উদ্দেশ্যে অভিষেককে বলতে শোনা যায়, ‘‘সাম্প্রদায়িক বিজেপিকে একটি ভোটও নয়৷ ওদের একটি ভোটও দেবেন না আপনারা৷’’ হাততালিতে সম্মতি জানাতে দেখা যায় জনতাকে৷ যা দেখে আপ্লুত অভিষেককে নেত্রীর ঢঙে বলতে শোনা যায়, ‘‘বাংলার মাটিতে বিভেদ চেষ্টার ষড়যন্ত্র আমরা বাস্তবায়িত হতে দেব না৷’’ মনে করিয়ে দিয়েছেন, ‘‘খারাপ সময়ে কিন্তু তৃণমূলই আপনাদের পাশে থাকে৷ তাই এবারের নির্বাচনে বিজেপিকে আর নয়৷’’

এরপরই বাংলাদেশ ইস্যু টেনে এনে তীব্র আক্রমণ শানিয়েছেন গেরুয়া শিবিরের উদ্দেশ্যে৷ বলেছেন, ‘‘গত সাত বছরে সনাতন ধর্মের জন্য কি করেছে? বাংলাদেশের অশান্তিকে হাতিয়ার করেছে বিজেপি৷ ওরা ধর্ম নিয়ে রাজনীতি করছে৷ ’’ প্রশ্ন তুলেছেন, ‘‘বাংলাদেশে কেন যাচ্ছেন না কেন্দ্রীয় প্রতিনিধি দল?’’ তীব্র শ্লেষের সুরে বিজেপিকে ভাইরাসের সঙ্গে তুলনা করে বলেছেন, ‘‘বিজেপির ভাইরাসের ভ্যাকসিন মমতা৷’’ বলেছেন, ‘‘উপ নির্বাচনে ফার্স্ট ডোজ, ২৪ সালের ভোটে সেকেন্ড ডোজ৷ তারপর আর বিজেপিকে দেশে খুঁজে পাওয়া যাবে না৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine − 1 =