রাজ্যে নিষিদ্ধ হল গুটখা, পান মশলা!

রাজ্যে নিষিদ্ধ হল গুটখা, পান মশলা!

47764dd894f0042534f78128372891b0

কলকাতা: স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর তা সকলেই জানে, কিন্তু তাও ব্যবহারে কোনও খামতি নেই গুটখা, পান মশলায়। সরকারেরও এসব সামগ্রী বাবদ মোটা টাকা কর আদায় হয়। কিন্তু সবথেকে আগে মানুষের স্বাস্থ্য। সেই কারণেই এবার পশ্চিমবাংলায় নিষিদ্ধ হল গুটখা, পান মশলাসহ তামাকজাত দ্রব্য। ইতিমধ্যেই এই ইস্যুতে নির্দেশিকা জারি করে দিয়েছে নবান্ন। দেশের একাধিক রাজ্যে এই নিয়ে পদক্ষেপ নেওয়া হয়েছে বা হচ্ছে ধীরে ধীরে। এবার বাংলাতেও সেই সিদ্ধান্ত নেওয়া হল সরকারের পক্ষ থেকে।  

নবান্নের তরফ থেকে যে নির্দেশিকা জারি করা হয়েছে তাতে জানান হয়েছে, আগামী ৭ নভেম্বর থেকে পশ্চিমবঙ্গে গুটখা, পানমশলার মতো তামাকজাত দ্রব্য উৎপাদন, বিক্রি, সংরক্ষণ, সেবন নিষিদ্ধ। আপাতত ১ বছরের জন্য এই নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। উল্লেখ্য এর আগে ২০১৩ সালে একবার এক বছরের জন্যে পশ্চিমবঙ্গে খৈনি, গুটকা, পানমশলা নিষিদ্ধ ঘোষণা হয়েছিল, আবার ২০১৯ সালেও একই রকম সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ফের একবার ১ বছরের জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হল। তবে আগে প্রত্যেকবারই দেখা গিয়েছিল যে বাজারে দেদার বিক্রি হয়েছে নিষিদ্ধ সামগ্রী। ক্রেতা থেকে বিক্রেতা কাউকেই নিয়ম মানতে দেখা যায়নি। এখন সেই একই ছবি ধরা পড়ে কিনা তাই দেখা যাক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *