নদিয়া: মঙ্গলবারের পাল্টা বুধবার। মঙ্গলবার অভিষেক চ্যালেঞ্জ জানিয়েছিলেন৷ বুধে প্রকাশ্যেই তা গ্রহণ করে অভিষেককে পাল্টা চাপে ফেলার চেষ্টা করলেন রাজ্যের দাপুটে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী৷ এমনটাই মত রাজনৈতিক বিশ্লেষকদের৷
বুধবার দুপুরে শান্তিপুর এক নম্বর ওয়ার্ডের সারদাপল্লীর মাঠে বিজেপির নির্বাচনী প্রচারের শেষ জনসভায় উপস্থিত হয়ে রাজ্যের শাসকদলকে তীব্র ভাষায় আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী। সেখানেই অভিষেকের চ্যালেঞ্জকে গ্রহণ করে তাঁকে বলতে শোনা যায়, ‘‘আমি রাজ্যের বিরোধী দলনেতা, মমতা বন্দ্যোপাধ্যায় বললে তার সঙ্গে এক মঞ্চে উন্নয়নের খতিয়ান নিয়ে বসবো।’’
শান্তিপুরে ভোট প্রচারে এসে মঙ্গলবারই অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘‘তৃণমূল নাকি কোনও উন্নয়ন করেনি৷ অনেক বড় বড় কথা তো বলছো৷ দম থাকলে এসো, সামনা সামনি উন্নয়নের প্রশ্নে বিতর্ক হোক৷ দিন, সময়, স্থান ঠিক করো৷ আমরা উন্নয়ন নিয়ে বিতর্কের জন্য তৈরি আছি৷ দেখিয়ে দেব মোদী সাত বছরে দেশের কোনও উন্নয়ন করেননি৷ কিন্তু ১০ বছরে মমতা বন্দ্যোপাধ্যায় বিপুল উন্নয়ন করেছেন৷’’
তারই পাল্টা হিসেবে এদিন অভিষেকের চ্যালেঞ্জ গ্রহণের পাশাপাশি উন্নয়নের প্রশ্নে রাজ্যকে তীব্র আক্রমণ করেন শুভেন্দু৷ তিনি বলেন, ‘‘রাজ্যে যখন শিল্প নেই, চাকরি নেই, বেকারত্বের সংখ্যা বাড়ছে, তখন পিসি-ভাইপো কোটি কোটি টাকা খরচ করে রাজ্যের বাইরে যাচ্ছে সাংগঠনিক শক্তি একাট্টা করতে। অর্থ আসছে কোথা থেকে?’ সবই তো সাধারণ মানুষের পরিশ্রমের টাকা।’’ এরপরই শান্তিপুরবাসীর উদ্দেশ্যে শুভেন্দুর আবেদন, ‘‘ তাই আগামী ৩০তারিখ নিজেদের ভোট কেন্দ্রে গিয়ে আপনাদের শান্তিপুরের ভূমিপুত্র নিরঞ্জন বিশ্বাসকে পদ্ম ফুল প্রতীক চিহ্ন ভোট দিয়ে জয়যুক্ত করে বিজেপিকে শক্তিশালী করুন। সভামঞ্চে থেকে আমি কথা দিয়ে গেলাম গোটা শান্তিপুর উন্নয়নে ভরিয়ে দেব।’’