চাঁচল: ঋণের কিস্তির টাকা চাইতে গিয়ে দলের সদস্যার হাতে প্রহৃত হলেন দলনেত্রী৷ ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়াল মালদার চাঁচল থানার রামদেবপুরে৷ ইতিমধ্যে দলের দুই সদস্যের বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়েছেন নেত্রী৷ অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ৷ অভিযুক্তদের পাল্টা দাবি, দলনেত্রী নিজেই অকথ্য ভাষায় গালিগালাজ করছিলেন৷
মহিলাদের স্বনির্ভর করার জন্য অনেক বেসরকারি সংস্থা মোটা টাকা ঋণ দিয়ে থাকে। এমনকি সরকারি ভাবেও ঋণ প্রদান করা হয়। একই ভাবে রামদেবপুরে একটি দল সংগঠিত করে সবাই ঋণ নিতে আগ্রহী হয়। অভিযোগ, সবাই কিস্তির টাকা শোধ করলেও দলের কয়েকজন সদস্যের খামখেয়ালিপনায় কিস্তি জমা পড়ত না। তাঁদেরই অন্যতম নাজিমা বিবি৷ অভিযোগ, নাজিমা বিবি কিস্তির টাকা জমা দিচ্ছিলেন না৷ ফলে দুর্ভোগ পোহাতে হচ্ছিল দলের সকল সদস্যদের।
এরই প্রতিবাদে মঙ্গলবার সন্ধ্যায় দলনেত্রী চন্দনা মণ্ডল নাজিমার বাড়িতে কিস্তির টাকা চাইতে গেলে নাজিমা ও তার দুই ছেলে চন্দনা ও তার স্বামীকে চড়, কিল, ঘুষি ও লাথি মারে বলে অভিযোগ। দলনেত্রী চন্দনা ও তার স্বামীকে দলেরই অন্য সদস্যরা চাঁচল হাসপাতালে নিয়ে যান৷ সেখানেই তাঁদের চিকিৎসা চলছে৷ ঘটনার জেরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে৷ যদিও মারধরের ঘটনাটি অস্বীকার করেছে নাজিমা বিবি। তাঁর পাল্টা অভিযোগ, ‘‘চন্দনা নিজেই দলবল নিয়ে বাড়িতে চড়াও হয়ে এসেছিল। আমার বাড়িতে ঢুকে হামলা চালানোর চেষ্টা করছিল ওরা। তখনই প্রাণ বাঁচাতে পাল্টা প্রতিরোধ করা হয়৷’’