সল্টলেক ও ব্যারাকপুর: বাড়ছে করোনার দাপট৷ ইতিমধ্যেই পুলিশকে সক্রিয় হওয়ার নির্দেশও দিয়েছিলেন মুখ্যমন্ত্রী৷ এবার সেই নির্দেশ মেনে সক্রিয় হল পুলিশও৷ বিধাননগর থেকে কামারহাটি সর্বত্রই দেখা গেল এই চিত্র৷ অন্যদিকে কামারহাটিতে মাক্স ছাড়া বেশ কিছু ব্যক্তিদের কান মুলে দিতে দেখা গেল পৌর প্রশাসককে।
আজ সকাল থেকে সল্টলেকের বিভিন্ন প্রান্তে বিধাননগর পুলিশ কমিশনারেটে তরফ থেকে স্যানিটাইজার, মাস্ক বিলি ও যারা মাস্ক পরে নেই তাদের সতর্ক করা হল। এমন চিত্র দেখা গেল সল্টলেকের করুনাময়ীতে। ডিসি বিধাননগর উমেশ গণপতের উপস্থিতিতে পুলিশ আধিকারিকরা পথ চলতি মানুষদের যারা মাস্ক পরে নেই তাদের মাস্ক পরিয়ে দিলেন। বাসে উঠে বাসের মধ্যে যারা মাস্ক পরে নেই তাদের ও মাস্ক দেওয়া হল। এমন কি চালককেও।
ডিসি বিধাননগর উমেশ গনপত বলেন, ‘‘মানুষকে সচেতন করার প্রয়াস জারি রাখা হচ্ছে৷ বারংবার ভাল ভাবে বলা হচ্ছে৷ এরপরও যদি বিধি মেনে কেউ না চলেন তাহলে আমরা কঠোর পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য হব৷’’ একই চিত্র দেখা গেল কামারহাটিতেও৷ করোনাকে নিয়ন্ত্রন করতে মাস্কহীন পথ চলতি মানুষদের সচেতন করতে পথে নামলেন কামারহাটি পৌর প্রশাসক গোপাল সাহা ও ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কর্মীরা। মানুষকে সচেতন করতে তাদের মুখে মাস্ক পরিয়ে তাদের কান মুলে দিলেন পৌর প্রশাসক গোপাল সাহা।
শারদ উৎসবের পর থেকে উর্ধমুখী করোনা আক্রান্তের সংখ্যা৷ বিষয়টি মাথায় রেখেই মানুষকে মাস্ক পরাতে উদ্যোগী হলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেট ব্যারাকপুর মহকুমা শাসক ও কামারহাটি পৌরসভার পৌর প্রশাসক। আজ কামারহাটি পৌরসভা সংলগ্ন অঞ্চলে মাক্স ছাড়া পথচারীদের কার্যত হুঁশিয়ারি দিয়ে মাক্স পড়িয়ে দিলেন ডিসি সাউথ অজয় প্রসাদ এবং পৌর প্রশাসক গোপাল সাহা।