অগ্নিমূল্য পেট্রোপণ্য, রাস্তায় বসে নুন ভাত খেয়ে অভিনত প্রতিবাদ

অগ্নিমূল্য পেট্রোপণ্য, রাস্তায় বসে নুন ভাত খেয়ে অভিনত প্রতিবাদ

a76c33773fc10678dd14fdfe01074be1

কলকাতা: কলকাতায় সেঞ্চুরি হাঁকিয়েছে ডিজেল৷ চলতি মাসেই প্রায় ৭ টাকা বেড়েছে ডিজেলের দাম৷ কলকাতায় ডিজেল ১০০ টাকা ১৪ পয়সা৷ লিটার প্রতি পেট্রোল ১০৯ টাকা ছুঁইছুঁই৷ কলকাতায় পেট্রোলের দাম বাড়ল ৩৩ পয়সা৷ লাগাতার পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আজ সিটু সমর্থিক অ্যাপ ক্যাব অপারেটর ও ড্রাইভার্স ইউনিয়নের সদস্যরা এক অভিনব প্রতিবাদ বিক্ষোভে সামিল হলেন৷ রাসবিহারী মোড়ে রাস্তায় বসে নুন ভাত খেলেন অ্যাপ ক্যাব চালক ও মালিকরা৷ 

আরও পড়ুন- ভোটের মুখে দুয়ারে ঢুকে চুরি, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন বাসিন্দাদের

শুধু পেট্রোপণ্যের লাগাতার মূল্যবৃদ্ধিই নয়, পাশাপাশি দাম বাড়ছে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর৷ এই অবস্থায় শুধুমাত্র নুন ভাতই জুটছে৷ পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি এবং পুলিশের অত্যাচারের বিরুদ্ধে অ্যাপ ক্যাব চালকরা রাস্তায় নেমে প্রতিবাদ জানালেন৷ রাস্তায় বসে নুন ভাত খেয়ে তাঁরা প্রতিবাদ জানান৷ তাঁদের বক্তব্য, যে ভাবে পেট্রোল ডিজেলের দাম বাড়ছে তাতে রোজগার কমেছে৷ এক প্রতিবাদকারী বলেন, তেলের দাম বেড়ে গিয়েছে৷ পকেটে টাকা নেই৷ তাই শুধু নুন ভাত খাচ্ছি৷ আরেক প্রতিবাদী বলেন, কাজে বেরচ্ছি৷ কিন্তু তেলের দামই উঠছে না৷ গাড়ি চালাব কী করে৷ তাই নুন ভাতই খেতে হচ্ছে৷ আরেক জনের কথায়, আমরা সরষের তেল, সবজি কিনতে পারছি না৷ খাব কি? গোটা পরিবার নুন ভাত খাচ্ছে৷ সরকারকে আমাদের পরিস্থিতি বোঝাতে চাইছি৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *