গোয়ায় তৃণমূলের আছেটা কী, আসলে তো ভ্রমণে গিয়েছেন: জগন্নাথ

গোয়ায় তৃণমূলের আছেটা কী, আসলে তো ভ্রমণে গিয়েছেন: জগন্নাথ

কলকাতা: শুক্রবার গোয়া যেন হয়ে উঠেছে তারকা হাট৷ তৃণমূলে যোগ দিয়েছেন অভিনেত্রী নাফিসা আলি, টেনিস তারকা লিয়েন্ডার পেজ-রা৷ যদিও এসবকে পাত্তা দিতে নারাজ রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ  জগন্নাথ সরকারে৷  দাবি করেছেন, ‘‘গোয়ায় তৃণমূলের কি আছে? যা ছিল, তা তো আগেই শেষ করে দিয়েছেন৷ গোয়ায় নিশ্চিহ্ন হয়ে গিয়েছে ওরা৷’’

একই সঙ্গে যোগ করেছেন, ‘‘তৃণমূল আসলে নাটকের দল৷ আর গোয়ায় উনি বেড়াতে গিয়েছেন। প্রাকৃতিক পরিবেশ ভাল৷ সমুদ্র আছে৷’’ প্রসঙ্গত, বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায় গোয়ায় পৌঁছানোর পরই বিজেপি কর্মীরা কালো পতাকা দেখায় বলে অভিযোগ৷ সেই অভিযোগ উড়িয়ে বিজেপি সাংসদ বলেন, ‘‘তৃণমূল একটা নাটকের দল৷ দেখলেন না ত্রিপুরার ঘটনা৷ নিজেরাই নিজেদের গাড়ি ভাঙছে৷ আবার নিজেরাই বলছে আমাদের মেরেছে৷ কে মেরেছে সেই ভিডিও ফুটেজ দেখাতে পারছে না৷’’

গোয়ায় মুখ্যমন্ত্রীকে বিজেপির কালো পতাকা দেখানোর অভিযোগ উড়িয়ে দাবি করেছেন, ‘‘বিজেপি গণতন্ত্রে বিশ্বাসী৷ যেখানে আমাদের রাজত্ব আছে সেখানে ভোট লুঠ হয় না৷ যেখানে গুন্ডামি ছিল সেখানে আমরা শান্ত করে দিয়েছি৷ বিহার শান্ত আছে৷ ওড়িশা শান্ত আছে. উত্তরপ্রদেশেও মস্তানি রাজ বন্ধ করে দেওয়া হয়েছে৷ কারণ, আমরা আমরা জোরাজুরিতে বিশ্বাসী না৷ আমরা কোনও কালো পতাকা দেখাইনি৷ প্রচারের জন্য তৃণমূল নেত্রী এসব করছেন৷’’ একই সঙ্গে বলেছেন, ‘‘গোয়া পশ্চিমবঙ্গ নয়৷ তাছাড়া উনি সনাতনবিরোধী রোল নিয়েছেন৷ তাতে ভারতবর্ষের অন্য অংশের মানুষ ওনাকে বিশ্বাস করবেন না৷ এটাই স্বাভাবিক৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − three =