দুটি ভ্যাকসিন না থাকলে বুথে ঢুকতে দিচ্ছে না কেন্দ্রীয় বাহিনী! অভিযোগে চাঞ্চল্য

দুটি ভ্যাকসিন না থাকলে বুথে ঢুকতে দিচ্ছে না কেন্দ্রীয় বাহিনী! অভিযোগে চাঞ্চল্য

খড়দহ: সকাল থেকে শান্তিপূর্ণ ভোট শুরু হলেও যত সময় এগোচ্ছে তত উত্তেজনার পারদ বাড়ছে। গোসাবা থেকে শান্তিপুর, দিনহাটা, খড়দহ, চার কেন্দ্রেই চাপা উত্তেজনা রয়েছে। এবার খড়দহ কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায় চাঞ্চল্যকর অভিযোগ করলেন। তিনি দাবি করেছেন যে, ডবল ডোজ ভ্যাকসিন না থাকলে ভোটারদের বুথে ঢুকতে দিচ্ছে না কেন্দ্রীয় বাহিনী! স্বাভাবিকভাবেই হইচই শুরু হয়েছে এই অভিযোগ ওঠার পর। 

আরও জানা গিয়েছে, তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়ের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর বচসা হয় এই ইস্যুতে এবং তাঁকে বুথে ঢুকতে বাধা দেওয়া হয়। কল্যাণনগর বিদ্যাপীঠ বুথে এই ঘটনা ঘটে। শোভনদেবের বক্তব্য, প্রার্থীর নাম লেখা ব্যাজ পরা এজেন্টকে বসতে দেওয়া হচ্ছিল না, সেটা শুনেই বুথে গিয়েছিলেন তিনি। কিন্তু তাঁকে প্রথমে সেখানে ঢুকতে দেওয়া হয়নি। এদিকে, অনেক ভোটারকে ডবল ডোজ না থাকলেও বুথে ঢুকতে দেওয়া হচ্ছে না। শোভনের প্রশ্ন, ভোটের সঙ্গে ডবল ডোজ ভ্যাকসিনের কী সম্পর্ক? 

অন্যদিকে, বিজেপি প্রার্থী জয় সাহাকেও ‘গো ব্যাক’ স্লোগান দেওয়া হয়েছে বলে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ। খড়দহ বিধানসভা কেন্দ্রের ১৯২ নম্বর বুথের বিজেপি প্রার্থীকে ঘিরে স্লোগান দেওয়ার অভিযোগ। আরও জানা গিয়েছে, ইতিমধ্যেই খড়দহ সূর্যসেন হাইস্কুলে ভোট দিয়েছেন গত বিধানসভা নির্বাচনে খড়দার জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রয়াত কাজল সিনহার স্ত্রী নন্দিতা সিনহা। উল্লেখ্য, সকাল ৯ টা পর্যন্ত দিনহাটায় ভোট পড়েছে ১১.১২ শতাংশ, শান্তিপুরে ভোট পড়েছে ১৫.৪০ শতাংশ, খড়দহে ভোট পড়েছে ১১.৪০ শতাংশ ও গোসাবায় ভোট পড়েছে ১০.৩৭ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *