‘তৃণমূলকে ভোট না দিলে দেখে নেব’, আতঙ্কে ভোট দিতে যাচ্ছেন না গ্রামের মহিলারা

‘তৃণমূলকে ভোট না দিলে দেখে নেব’, আতঙ্কে ভোট দিতে যাচ্ছেন না গ্রামের মহিলারা

শান্তিপুর: এজেন্টের বাড়িতে হামলা, হুমকির পর এবার ভোটারদের বাড়ি বয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠল শাসকদল তৃণমূলের বিরুদ্ধে৷ অভিযোগ, তৃণমূলকে ভোট না দিলে দেখে নেব৷ এলাকায় ঢুকে একদল মুখ ঢাকা দুষ্কৃতীর হুমকি৷ যার জেরে ভয়ে ভোট দিতে যাচ্ছেন না মহিলারা।

শান্তিপুর বিধানসভার বাগাচরা গ্রাম পঞ্চায়েতের ৩০ বুথের অজয় পল্লী এলাকার ঘটনা। ঘটনার জেরে এলাকায় ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য৷ যদিও তৃণমূলের তরফ থেকে অবশ্য অভিযোগ অস্বীকার করা হয়েছে৷ স্থানীয় সূত্রের খবর, এদিন সকালে বাগাচরা গ্রাম পঞ্চায়েতের ৩০ বুথের অজয় পল্লী এলাকায় মোটরসাইকেলে করে ঢোকে কয়েক জন দুষ্কৃতী৷ এলাকায় ঢুকে জোরে জোরে চিৎকার করে সকলকে হুমকি দিতে থাকে তাঁরা। বলা হয় তৃণমূলকে ভোট না দিলে, পরে দেখে নেওয়া হবে। এই এলাকায় এর আগের নির্বাচনগুলিতে বিজেপি ব্যাপক লিড পেয়েছে৷ সেই কারণে তাদের এমন হুমকি বলে মনে করছে এলাকার বিজেপি নেতৃত্ব এবং বিজেপি প্রার্থী।

তাঁদের দাবি, গত বিধানসভা ভোটে তৃণমূল এখানে পরাজিত হয়েছে৷ সেই আতঙ্কে সাধারণ মানুষকে হুমকি দেখাচ্ছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা৷ বিজেপি প্রার্থী নিরঞ্জন বিশ্বাস বলেন, ‘‘আসলে তৃণমূল বুঝতে পারছে মানুষকে নিজের ভোট নিজে দিতে দেওয়া হলে ওরা এখানে আবার হারবে৷ তাই নির্বাচনের আগে সারারাত ধরে সন্ত্রাস চালিয়েও ওরা নিশ্চিত হতে পারছে না৷ আমাদের ভোটাররা যাতে ভোট দিতে না পারেন, সেই চেষ্টায় শুরু করেছে৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 + five =