কলকাতা: সকাল থেকে হালকা মেজাজে শুরু হলেও সময় সময়ে উত্তেজনা বেড়েছে আজকের চার কেন্দ্রের উপনির্বাচন নিয়ে। চারটি কেন্দ্রেই অল্প-বেশি উত্তাপ ছড়িয়েছে তবে তুলনায় বেশি খড়দহে। আর দুপুর ১ টা পর্যন্ত যা হিসেব তাতে ভোটের হারে ‘লাস্ট বয়’ খড়দহই। তথ্য বলছে, দুপুর ১ টা পর্যন্ত দিনহাটায় ভোট পড়েছে ৪৭.৮৩ শতাংশ। শান্তিপুরে ভোটদানের হার ৪৮.০২ শতাংশ। গোসাবায় ৫২.১৯ শতাংশ এবং ৩৬.৭ শতাংশ ভোট পড়েছে খড়দহে।
সকাল থেকেই দফায় দফায় উত্তপ্ত হয়েছে খড়দহ। তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়কে বুথে ঢুকতে না দেওয়া থেকে শুরু করে প্রাক্তন সিপিএম বিধায়ক তন্ময় ভট্টাচার্যের ওপর হামলা, আবার বিজেপি প্রার্থীর ভুয়ো ভোটার পাকড়াও থেকে শুরু করে কেন্দ্রীয় বাহিনীর দুটি ভ্যাকসিন না নেওয়া কাউকে ভোটদানে বাধা দেওয়া, সব ঘটনাই ঘটেছে এই কেন্দ্রে। খড়দহের তৃণমূল কংগ্রেস প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায় কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ করে জানিয়েছিলেন যে, দুটি ভ্যাকসিন না নিলে ভোটারদের বুথে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে। ভোট দেওয়ার সঙ্গে দুটি ভ্যাকসিন নেওয়ার কী সম্পর্ক তাই নিয়ে প্রশ্ন তোলেন তিনি। অন্যদিকে আবার তাঁকেও ঢুকতে বাধা দেওয়া হয়েছে বলে জানান তিনি। এর পাশাপাশি আবার বিজেপি তৃণমূলের বিরুদ্ধে অশান্তির অভিযোগ তুলেছে।
আবার ভোট চলাকালীন খড়দহ স্টেশন রোডে আক্রান্ত হন প্রাক্তন সিপিএম বিধায়ক তন্ময় ভট্টাচার্য। গাড়ি লক্ষ্য করে ছোড়া হয় পাথর। মাথা ফাটে প্রাক্তন সিপিএম বিধায়কের। পাশাপাশি এই কেন্দ্রেই জাল ভোটার ধরেন বিজেপি প্রার্থী৷ মুরাগাছায় শশীভূষণ জুনিয়র হাইস্কুলে ভুয়ো নথি নিয়ে জাল ভোটার ভোট দিতে আসেন বলে অভিযোগ করেন বিজেপি প্রার্থী৷ ওই ভুয়ো ভোটার বাকি ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করেন বলেও তাঁর দাবি৷ তাঁকে হাতে নাতে ধরেন বিজেপি প্রার্থী৷