কলকাতা: খড়দার বন্দিপুরে বাংলাদেশি ভোটার কাণ্ডে ধুন্ধুমার৷ হাতাহাতি, ধস্তাধস্তির কাণ্ড৷ এই ঘটনার রিপোর্ট তলব করে নির্বাচন কমিশন৷ রিপোর্ট আসার পর বিজেপি প্রার্থী জয় সাহার অভিযোগ খারিজ করে দেয় নির্বাচন কমিশন৷ রিপোর্ট বলছে, খড়দায় ভুয়ো ভোটারের অভিযোগ ভিত্তিহীন৷ কোনও ভাবেও ওই ব্যক্তি ভুয়ো ভোটার বলে প্রমাণিত হয়নি৷
আরও পড়ুন- রবি থেকেই স্বাভাবিক লোকাল, যে ৫টি বিষয় রয়েছে রেলের নজরে
অন্যদিকে কেন্দ্রীয় বাহিনীর লাঠিচার্জের বিষয়ে যে অভিযোগ করা হচ্ছিল তাও সত্য নয় বলে জানিয়ে দিয়েছে কমিশন৷ রিপোর্টে স্পষ্ট বলা হয়েছে, কেন্দ্রীয় বাহিনী কোনও লাঠিচার্জ করেনি৷ বিজেপি প্রার্থী জয় সাহার ব্যক্তিগত নিরাপত্তরক্ষীরাই সেখানে লাঠিচার্জ করেছে৷ অন্যদিকে ওই স্কুলের ২১, ২২, ২৩ এবং ২৪ নম্বর বুথে শান্তিপূর্ণ ভাবে ভোট হয়েছে বলেই কমিশন সূত্রে খবর৷ বুথের ভিতরের ছবি নির্বাচন কমিশনে ওয়েবকাস্ট হয়েছে৷ নির্বাচন কমিশনের কাছে সমস্ত রিপোর্ট এবং ভিজুয়াল জমা পড়েছে৷
খড়দায় ভুয়ো ভোটারের অভিযোগে দফায় দফায় উত্তেজনা ছড়ায়। আইডিয়াল অ্যাকাডেমির সামনে উত্তেজনা চরমে ওঠে। অন্যের ভোটার কার্ড নিয়ে ভোট দিতে আসার অভিযোগ তোলেন বিজেপি প্রার্থী জয সাহা। এদিকে সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনেই নিজেকে বাংলাদেশি বলে পরিচয় দেন ওই ব্যক্তি। এই সংবাদ প্রকাশিত হওয়া পরেই রিপোর্ট তলব করে নির্বাচন কমিশন।