কলকাতা্: কলকাতা এবং হাওড়ায় কোভিড সংক্রমণ বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করে কেন্দ্র সরকার রাজ্যকে ফের একবার চিঠি দিয়েছে৷
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে লেখা চিঠিতে সংক্রমণ রোধে কঠোর বিধি নিষেধ মানার পাশাপাশি করোনা মোকাবিলা সংক্রান্ত ব্যবস্থাপনা খতিয়ে দেখার কথা বলা হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে৷ চিঠিতে ১৩ থেকে ১৯ অক্টোবর সপ্তাহের সঙ্গে ২০ থেকে ২৬ অক্টোবর সপ্তাহের তুলনা করা হয়েছে৷ মূলত তুলনা করেছে উৎসব ও উৎসব পরবর্তী সময়ের করোনা পরিস্থিতি নিয়ে৷ করোনা পরীক্ষার সংখ্যা বৃদ্ধির সঙ্গে গাইডলাইন মেনে চলারও পরামর্শ দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে৷