ইংরেজবাজার: নিজেদের জায়গা ফিরে পেতে পুলিশ প্রশাসনের দ্বারস্থ শহরের দুই চিকিৎসক। এদিকে দুই চিকিৎসকের বিরুদ্ধে সময় না দিয়েই জায়গায় পড়ে থাকা কোটি টাকার পাথর দখল নেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ ভিত্তিহীন, পাল্টা দাবি দুই চিকিৎসকের। রবিবার এই ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে মালদহের ইংলিশ বাজার থানার সুস্থানি মোড় এলাকায়। যদিও পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
জানা যায়, ভারত-বাংলাদেশ সীমান্তের সুস্থানি মোড়ে চিকিৎসক আর এন চৌধুরী এবং বি আগরওয়ালের ১৯ বিঘা জমি রয়েছে। বিগত চার বছর ধরে সেই জায়গায় পাথরের ব্যবসা করে আসছেন স্থানীয় বাসিন্দা জাইগণ বিবি। মাসে ৫০ হাজার টাকা করে ভাড়া দিতেন তিনি। বর্তমানে কোটি টাকার পাথর পড়ে রয়েছে সেই জায়গায়। জায়গন বিবির অভিযোগ, রবিবার হঠাৎই সেই জায়গার দখল নিতে আসে দুই চিকিৎসক। জায়গা দখল নিতে বাধা দেন তিনি।
জাইগণ বিবি বলেন, ‘‘ব্যবসার কোটি টাকার পাথর পড়ে আছে সেই জায়গায়৷ জায়গা আমার নয়, জায়গা ছাড়তে রাজিও আমরা৷ কিন্তু চৌধুরীবাবু এসে জবরদখল করে আমার কোটি টাকার পাথর দখল নিতে চাইছেন৷’’ তিনি বলেন, ‘‘আমরা জায়গা ছাড়তে রাজি, কিন্তু মজুত করা পাথর সরানোর সময় দিতে হবে আমাদের। তার পাশাপাশি ১২ ফুট গর্ত ছিল এই জায়গা। কোটি টাকা খরচ করা হয়েছে। ক্ষতিপূরণের সেই টাকাও দিতে হবে।’’
প্রসঙ্গত, জায়গাকে কেন্দ্র করে ক্ষতিপূরণের মামলা গড়িয়েছে আদালত পর্যন্ত৷ এদিকে এই বিষয়ে চিকিৎসক বি আগরওয়াল জানান, ‘‘ছয় মাস ধরে তাদের সময় দেওয়া হয়েছে। বাধ্য হয়ে তারা প্রশাসনের দ্বারস্থ হয়ে জায়গার দখল নিতে এসেছেন। তারা যদি পাথর ওঠানোর জন্য এক সপ্তাহ সময় চাই তারা দিতে রাজি। কিন্তু তার বেশি সময় দেওয়া যাবে না৷’’
এদিকে এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পরে ওই এলাকায়। স্থানীয় ব্যবসায়ীরা অভিযোগ করেন, দীর্ঘ কয়েক বছর ধরেই এই জায়গায় ব্যবসা করে আসছেন জাইগণ বিবি। বর্তমানে কোটি টাকার পাথর পড়ে আছে জায়গায়। এই পাথর বাংলাদেশ রপ্তানি করা হয়৷ সময় না দিলে তাঁরা বৃহত্তর আন্দোলনে নামবেন৷