ব্যাঙ্ক ম্যানেজারের অপমান, কষ্টে গলায় বিষ ঢাললেন কৃষক

ব্যাঙ্ক ম্যানেজারের অপমান, কষ্টে গলায় বিষ ঢাললেন কৃষক

মালদহ: কৃষি ঋনের কিস্তির টাকা শোধ দিতে না পারায় ব্যাঙ্ক ম্যানেজারের অপমান। আর তার জেরেই বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করলেন এক কৃষক। আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর। ঘটনাটি ঘটেছে মালদহের গাজোলের আলমপুরে। ঘটনার জেরে এলাকায় ছড়িয়েছে তীব্র চাঞ্চল৷

কৃষকের নাম প্রতাপচন্দ্র ঘোষ। কৃষকের পরিবার জানিয়েছে, অভাবের সংসার। চাষ-আবাদ করেই সংসার চলে। চাষের জন্য কৃষি ঋণ নিয়েছিলেন আলমপুরের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে। কিন্তু এবার ফসলের অবস্থা খুব খারাপ হওয়ায় সব টাকাই জলে যায় তাঁর। বড় ক্ষতির মুখে পড়েন। তাই ঋণ শোধ করতে গিয়ে হিমশিম দশা হয় প্রতাপের। বাধ্য হয়ে তাই নিজের চাষের জমিটুকুও বিক্রি করে দেন। জমি বিক্রি করে পাওয়া আনুমানিক ১৫ লক্ষ টাকা তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করেন। সেখান থেকেই সংসারের খরচের জন্য টাকা তুলতেন।

অভিযোগ, এদিনও সংসার খরচের জন্য সেই অ্যাকাউন্টের টাকা তুলতে গেলে ব্যাঙ্ক ম্যানেজার তাঁকে সকলের সামনে অপমান করেন। চাপ দেওয়া হয় আগের লোন শোধ করার জন্য। তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়। এরপরেই চরম অপমানিত বোধ করে বিষ নিয়ে এসে ব্যাঙ্কের ম্যানেজারের সামনেই তা খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন ওই কৃষক। ঘটনায় উত্তেজনা ছড়ায় সংশ্লিষ্ট ব্যাঙ্কে।

তড়িঘড়ি তাঁকে হাতিমারি হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু শারীরিক পরিস্থিতির অবনতি হলে পরে সেখান থেকে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর শারীরিক পরিস্থিতি অত্যন্ত আশঙ্কাজনক বলে খবর। বর্তমানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন কৃষক প্রতাপচন্দ্র ঘোষ। পুরো ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এখনও কাউকে আটক বা গ্রেফতারির খবর পাওয়া যায়নি। প্রতিক্রিয়া মেলেনি সংশ্লিষ্ট ব্যাঙ্ক কর্তৃপক্ষেরও৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 − four =