বাংলাদেশের ঘটনার প্রতিবাদ, জমায়েতের আগেই আটক জাগরণ মঞ্চের নেতারা

বাংলাদেশের ঘটনার প্রতিবাদ, জমায়েতের আগেই আটক জাগরণ মঞ্চের নেতারা

কলকাতা: বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের প্রতিবাদে আজ সল্টলেক সেন্ট্রাল পার্ক সংলগ্ন নেতাজি মূর্তির সামনে বিক্ষোভ কর্মসূচি আয়োজন করেছিল হিন্দু জাগরণ মঞ্চ৷ আন্দোলনকারীদের দাবি, শান্তিপূর্ণ ভাবে বিক্ষোভ অবস্থানের কর্মসূচি নেওয়া হয়েছিল৷ কিন্তু জমায়েতের শুরুতেই পুলিশ আন্দোলন ভেস্তে দেয়৷ আন্দোলনকারীদের জোর করে প্রিজন ভ্যানে তোলা হয় বলে অভিযোগ৷

স্বভাবতই পুলিশের ভূমিকার তীব্র নিন্দা জানিয়েছেন আন্দোলনকারীরা৷ তাঁদের বক্তব্য, এই পুলিশ নরমের ওপর গরম দেখাতে পারে৷ হিন্দু নিধনের সময় চুপ করে থাকে৷ অথচ অপরাধীদের বিরুদ্ধে সোচ্চার হলেই এদের প্রতিবাদী সত্ত্বা জেগে ওঠে৷ আইনের বালাই না করে জোর করে আটক, গ্রেফতার করা হয়৷ বিক্ষোভস্থল থেকে ‘ভারত মাতার জয়’ স্লোগানও দিতে দেখা যায় আন্দোলনকারীদের৷ সেন্ট্রাল পার্ক সংলগ্ন নেতাজি মূর্তির কাছে আগে থেকেই উপস্থিত ছিল বিধাননগরের বিশাল পুলিশবাহিনী৷ হিন্দু জাগরণ মঞ্চের তরফ থেকে বিক্ষোভ শুরু করতেই বিক্ষোভকারীদের বেশ কয়েকজনকে আটক করে পুলিশ।

হুঁশিয়ারির সুরে তাঁরা বলেন, সাম্প্রদায়িক তোষামজ বরদাস্ত করা হবে না৷ পুলিশের পক্ষপাতিত্ব আচরণের প্রতিবাদে আগামীদিনে আরও বৃহত্তর আন্দোলন সংগঠিত করার হুঁশিয়ারি দেন তাঁরা৷ প্রসঙ্গত, শুধু সল্টলেক নয়, এদিন কলকাতা সহ সারা রাজ্যের বিভিন্ন জায়গায় বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা৷  যদিও পুলিশের দাবি, কর্মসূচি পালনের আগাম কোনও অনুমতি নেওয়া হয়নি৷ তাছাড়া এই ধরণের কর্মসূচির ফলে অস্থিরতা তৈরি হতে পারে৷ তাই এই সিদ্ধান্ত৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten + 1 =