কলকাতা: দুর্গা পুজোর সময় বাংলাদেশে যে হিংসার ঘটনা ঘটেছে তার প্রতিবাদে আজ বিধানসভায় মোমবাতি মিছিল করল বিজেপি। বিধায়ক তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এই মিছিল হয় বিধানসভায় এবং তাতে অংশ নেন সব গেরুয়া বিধায়করা। এর পরেই সাংবাদিক বৈঠক করে শুভেন্দু অধিকারী জানিয়ে দেন যে কয়েকদিন অধিবেশনে থাকবে না বিজেপি। তবে অধিবেশনে না থাকার কারণ সম্পূর্ণ আলাদা বলে জানিয়েছেন তিনি।
এদিন শুভেন্দু বলেন, উৎসবের কারণে এই কয়েকদিন অধিবেশনে থাকবে না বিজেপি। এই সময় তারা সাধারণ মানুষের সঙ্গে থেকে উৎসব পালন করতে চান। তিনি এও বলেন, আগামীকাল থেকেই তারা বিধানসভায় আসবেন না। তবে তাঁরা বিধানসভার অধিবেশন বয়কট করছেন না। ছট পূজা থেকে শুরু করে দীপাবলি, কালীপুজো মিটে যাওয়ার পর ১৬ বা ১৭/১৮ তারিখ যদি বিধানসভার অধিবেশন হয় তাহলে তারা যোগ দেবেন। এর পাশাপাশি শুভেন্দু বাংলাদেশ হিংসার ঘটনার প্রতিবাদ মিছিল নিয়ে বলেন, প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ যা ভারতের অংশ ছিল সেখানে বাঙালির শ্রেষ্ঠ উৎসব পালন করতে গিয়ে খুন হয়েছেন একাধিক বাঙালি। তাই সেই ঘটনার প্রতিবাদে আজ তারা গলায় সেই সমস্ত হিংসার ঘটনার ছবির প্ল্যাকার্ড ঝুলিয়ে, মোমবাতি নিয়ে মৌন মিছিল করেছেন। এই বিষয়ে তিনি নিজে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখেছিলেন কিন্তু সেই প্রস্তাব গ্রহণ করা হয়নি বলেও জানান শুভেন্দু। সেই কারণেই বিধানসভার বাইরে এই মৌন মিছিল করে বিজেপি।
এই প্রেক্ষিতেই শুভেন্দু জানিয়েছেন, বাংলাদেশ হিংসার ঘটনার প্রতিবাদে বিধানসভায় শোক প্রস্তাব রাখার আবেদন করেছিল ভারতীয় জনতা পার্টি শিবির কিন্তু তাদের দাবি মত বিধানসভায় শোক প্রস্তাব রাখা হয়নি। পাশাপাশি শুভেন্দু আরো বলেছেন, বিজেপি বিএ কমিটির বৈঠকে থাকে না আর থাকবেও না।