গোয়ালপোখর: গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের তৎপরতায় তিন ছিনতাইকারীকে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দিলেন গ্রামবাসীরা। সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর থানার চুরাকুট্টি এলাকায়। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে৷
স্থানীয় ধরমপুর-২ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জানিয়েছেন, ভাবানুর নামে এক মহিলা ব্যাঙ্ক থেকে ৩০ হাজার টাকা তুলে বাড়ি ফেরার পথে চুরাকুট্টি এলাকায় তার টাকা ছিনতাই করে পালিয়ে যায় দুষ্কৃতীরা৷ পালানোর সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ওই উপপ্রধান৷ তিনি বলেন, ‘‘ওদেরকে দেখেই আমার সন্দেহ হয়েছিল৷ আমি পিছু ধাওয়া করি৷ আশেপাশের মানুষজনকে ফোনও করি৷ এরপরই আমার বিবরণের ভিত্তিতে ওই তিন ছিনতাইবাজকে আটক করেন গ্রামবাসীরা৷’’
প্রধানের অভিযোগ, এলাকায় রমরমিয়ে চলছে জুয়ার আসর৷ তারই জেরে বাড়ছে ছিনতাইকারীদের দৌরাত্ম্য৷ অবিলম্বে এলাকার সমস্ত জুয়ার ঠেকের প্রতিবাদে পুলিশকে অভিযানের দাবি জানান তিনি৷ এবিষয়ে এদিন থানায় লিখিত অভিযোগও দায়ের করেন ওই উপপ্রধান৷ তাঁর অভিযোগ, ঈগেও একাধিকবার অভিযোগ জানানো হয়েছে৷ কিন্তু সবক্ষেত্রে পুলিশি সক্রিয়তা দেখা যায় না৷ এদিন অবশ্য প্রধান অভিযোগ জানানোর পরই নড়েচড়ে বসে পুলিশ৷ তৎক্ষণাৎ ঘটনাস্থলেই ছুটে আসে গোয়ালপোখর থানার পুলিশ। ধৃতদেরকে পুলিশের হাতে তুলে দেন গ্রামবাসীরা। জনতার মারে জখম আহত তিন ছিনতাইবাজকে প্রথমে নিয়ে যাওয়া হয় স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে৷ সেখান থেকে তাঁদের লকআপে নিয়ে যায় পুলিশ৷