ব্যয় সঙ্কোচনে কলকাতা পুলিশের অভিনব উদ্যোগ, আসছে নতুন গাড়ি

ব্যয় সঙ্কোচনে কলকাতা পুলিশের অভিনব উদ্যোগ, আসছে নতুন গাড়ি

d304bae40331aa78fd57bdb2754ab40e

কলকাতা: পরিবেশ রক্ষায় অভিনব উদ্যোগ নিল কলকাতা পুলিশ৷ সব কিছু ঠিক থাকলে অদূর ভবিষ্যতে কলকাতা পুলিশ লেখা গাড়িগুলো আর পেট্রল, ডিজেলের সাহায্য ছুটবে না৷ ছুটবে বিদ্যুতের সাহায্যে৷
সে়ঞ্চুরি পার করেছে পেট্রল-ডিজেল৷ এহেন আবহে রথ দেখা এবং কলা বেচা দুই-ই সারতে এমন অভিনব পন্থা নিতে চলেছে কলকাতা পুলিশ৷ তাঁদের দাবি, এর ফলে যেমন জ্বালানি খরচে লাগাম টানা যাবে তেমনই দূষণের হাত থেকেও অনেকখানি নিশ্চিন্ত থাকা যাবে৷

জানা গিয়েছে,  কলকাতা পুলিশের অধীনে এই মুহূর্তে প্রচুর গাড়ি রয়েছে যেগুলির বয়স ১৫ বছরের বেশি৷ পুরনো গাড়িগুলিকে বদল করে ফেলার রীতি রয়েছে৷ আর সেখানেই এই ভাবনা৷ তারপরই পুলিশ কর্তারা ঘরোয়া আলোচনায় এহেন প্রস্তাব আনেন যে ওই টাকায় যদি ইলেকট্রিক গাড়ি কেনা হয়? এরপরই কলকাতা পুলিশের তরফে পুরনো গাড়ি বদল করে নতুন গাড়ি ক্রয়ের পরিবর্তে এজেন্সি মারফৎ বৈদ্যুতিক গাড়ি লিজ নেওয়ার বিষয়ে আলোচনা হয়৷

লালবাজার সূত্রে খবর, সেই প্রস্তাব অনুমোদনের জন্য  নবান্নে  পাঠানো হয়েছিল এবং রাজ্য সচিবালয়ের তরফে সম্মতিও মিলেছে৷ লালবাজার সূত্রের খবর, পুজোর আগে এর জন্য ৮ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য৷ টেন্ডারিং এবং ক্রয় প্রক্রিয়া প্রক্রিয়ার দ্বায়িত্বে রয়েছে ইসিএল৷ রাজ্য পুলিশের এক কর্তা জানান, ‘‘প্রাথমিকভাবে ঠিক হয়েছে ইলেকট্রিক গাড়ি গুলি লিজে আট বছরের জন্য নেওয়া হবে৷ এর ফলে সরকারের কমপক্ষে ৪০ কোটি টাকা সাশ্রয় হবে৷ অন্যদিকে দূষণও হবে না৷’’ সূত্রের খবর, চলতি বছরের শেষ থেকেই কলকাতার রাজপথে দেখা যেতে পারে পুলিশের ওই ইলেকট্রিক যান!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *