রায়গঞ্জ: নির্দিষ্ট মাইক্রনের নিচে প্লাস্টিকের ক্যারিব্যাগ ব্যবহার বন্ধ করতে আবারও তৎপর হল উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ পৌরসভা। এদিন সপ্তাহের কাজের দিনের শুরুতেই আধিকারিকসহ পথে ও বাজারে নামলেন পৌরসভার পৌরপ্রধান সন্দীপ বিশ্বাস ও অন্যান্য কাউন্সিলররা। পৌরসভার এই অভিযানে খুশি শহরবাসী।
করোনা আবহে বেশ কয়েক মাস প্লাস্টিকের ক্যারিব্যাগ বিরোধী অভিযান বন্ধ ছিল। দিন কয়েক আগে অভিযান শুরু হয়। ফের আবারও পৌরপ্রধানকে দেখা গেল শহরের শাক, সবজি ও মাছের বাজারে। প্লাস্টিক ব্যবহার বন্ধ করতে এদিন তাঁর সাথে ছিল রায়গঞ্জ পুলিশ বাহিনী। পৌরপ্রধান সন্দীপ বিশ্বাস বলেন, ‘‘শহরে যে কোনও মূল্যে প্লাস্টিকের ক্যারিব্যাগ ব্যবহার বন্ধ করতে হবে। প্লাস্টিক মুক্ত রায়গঞ্জ গড়তে ক্রেতা ও বিক্রেতা উভয়কেই সচেতন করার অভিপ্রায় নিয়ে আমরা পথে নেমেছি। প্লাস্টিকের ক্যারিব্যাগ ব্যবহারকে আমরা ‘জিরো’ পর্যায়ে নিয়ে যেতে চাই।’’
একই সঙ্গে তিনি বলেন, ‘‘যদি শহরের সাধারণ মানুষ সচেতন না হয়, তাহলে আমরা আবারও ফাইনের রাস্তায় হাঁটব। সেক্ষেত্রে দোকানদারের ফাইন হবে ৫০০ টাকা এবং ক্রেতার ফাইন হবে ৫০ টাকা।’’’ তিনি জানান, শহরে থার্মোকলের থালা, বাটি, গ্লাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে। করোনা আবহে মানবিকতার দৃষ্টিভঙ্গিতে আমরা খানিকটা মানবিক কারণে চুপচাপ ছিলাম৷ কিন্তু তার মানে প্লাস্টিকের ব্যবহারে অরাজকতা চলবে, এটা মেনে নেওয়া হবে না। এদিন রেলমার্কেট থেকে বিবিডি মোড়ের প্লাস্টিকের ক্যারিব্যাগ বিক্রির দোকান ঘুরে মোহনবাটি বাজারেও চলে সচেতনতার প্রচার। পৌরপ্রধানের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শহরের সাধারণ মানুষ।