খড়দায় রেকর্ড ভোটে জয়ী শোভনদেব, দিনহাটা-গোসাবাতেও রেকর্ড তৃণমূলের

খড়দায় রেকর্ড ভোটে জয়ী শোভনদেব, দিনহাটা-গোসাবাতেও রেকর্ড তৃণমূলের

dc76f81be365fe0bc937b50459242691

কলকাতা:  ব্যবধান বাড়িয়ে খড়দায় রেকর্ড ভোটে জিতলেন তৃণমূল প্রার্থী তথা রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়৷ ৯৩ হাজার ৮৩২ ভোটে জয় শোভনদেবের৷ এই কেন্দ্রের জয়ী প্রার্থী কাজল সিনহার অকাল প্রয়াণে এই আসনটি ফাঁকা হয়ে যায়৷ অন্যদিকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য ভবানীপুর থেকে ইস্তফা দেন শোভনদেব৷ উপনির্বাচনে খড়দা থেকে প্রার্থী করা হয় তাঁকে৷

আরও পড়ুন- বিজেপিকে দীপাবলীর শুভেচ্ছা জানালেন অভিষেক! তবে রয়েছে ‘টুইস্ট’

অন্যদিকে গোসাবায় গণনা শেষে ১ লক্ষ ৪৩ হাজার ভোটে জয়ী তৃণমূল প্রার্থী সুব্রত মণ্ডল৷ তিনি পেয়েছেন মোট ১ লক্ষ ৬১ হাজার ৪৭৪ ভোট৷ এই কেন্দ্রে বিজেপি প্রার্থী পেয়েছেন মাত্র ১৮ হাজার ভোট৷ তৃতীয় স্থানে থাকা বাম প্রার্থী পেয়েছেন মাত্র ৩ হাজার ভোট৷ আজ সকাল থেকেই হাওয়া ছিল শাসক দলের পালে৷ প্রথম রাউন্ডেই বিজেপি’কে পিছনে ফেলেন সুব্রত মণ্ডল৷ 

দিনহাটা কেন্দ্রেও বিপুল ব্যবধানে জয়ী তৃণমূল৷ এই কেন্দ্রে ১ লক্ষ ৬৩ হাজার ভোটের ব্যবধানে জিতেছেন তৃণমূল প্রার্থী উদয়ন গুহ। উল্লেখ্য, একুশের বিধানসভা নির্বাচনেও দিনহাটা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী ছিলেন তিনি৷ কিন্তু  বিজেপির প্রার্থী তথা কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিকের কাছে পরাজিত হন৷ কিন্তু নিশীথ প্রামাণিক ভোটে জিতেও সাংসদ পদ বেছে নেওয়ায় এই কেন্দ্রে ফের উপনির্বাচন হয়৷ আর তাতে বিপুল জয়  ছিনিয়ে নিলেন উদয়ন গুহ। মন্ত্রী নিশীথ প্রামাণিকের বুথে মাত্র ৯৫টি ভোট পেল বিজেপি৷  
 

শান্তিপুরেও জয়ের পথে এগোচ্ছে তৃণমূল৷ এই কেন্দ্র থেকে বিধানসভা ভোটে জয়ী হয়েছিলেন জগন্নাথ সরকার৷ তিনিও সাংসদ পদ ধরে রাখায় এই আসনটি ফাঁকা হয়ে যায়৷ উপনির্বাচনে ১৭ রাউন্ড গণনা শেষে এগিয়ে রয়েছেন তৃণমূলের ব্রজ কিশোর৷ ৬২ হাজার ভোটে এগিয়ে রয়েছেব তিনি৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *