জেতা আসন খুইয়ে বিজেপি প্রার্থী বললেন, ‘সন্ত্রাস হয়েছে’!

জেতা আসন খুইয়ে বিজেপি প্রার্থী বললেন, ‘সন্ত্রাস হয়েছে’!

 

শান্তিপুর: জেতা আসনে পরাজিত হল বিজেপি৷ অন্যদিকে আসন পুনরুদ্ধার করে উচ্ছ্বসিত শাসক তৃণমূল৷ প্রায় ৬৪ হাজার ভোটের ব্যবধানে জিতে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তৃণমূল কংগ্রেসের সদ্য বিজয়ী বিধায়ক ব্রজকিশোর গোস্বামী বলেন, ‘‘এই জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়, এই জয় উন্নয়নের জয়৷ এই জয় যাবতীয় অপপ্রচার, কুৎসার বিরুদ্ধে জয়৷’’

একই সঙ্গে খোলাখুলি স্বীকার করেছেন, ‘‘দিদির আর্শীবাদ সঙ্গে আছে৷ তাই জিতব জানতাম৷ তবে এত ব্যবধানে জিতবে বলে আশা করিনি৷’’ একই সঙ্গে সদ্য নির্বাচিত বিধায়ক ব্রজকিশোর গোস্বামী বলেন, ‘‘সাধারণ মানুষ উন্নয়নের পক্ষে ভোট দিয়েছেন। এ জয় শান্তিপুরবাসীর৷ আগামীদিনে শান্তিপুরের আরও উন্নয়ন করা কিভাবে যায় সেদিকে নজর রাখব আমি।’’

অন্যদিকে পরাজয়ের কারণ হিসেবে শাসকের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগে সরব হয়েছেন বিজেপির পরাজিত প্রার্থী নিরঞ্জন বিশ্বাস৷ তিনি বলেন, ‘‘ভোটের নামে প্রহসন৷ ব্যাপক সন্ত্রাস হয়েছে৷ তাই সাধারণ মানুষ আতঙ্কে ভোট দিতে পারেনি৷ আর সেই সুযোগকে কাজে লাগিয়ে ওরা ছাপ্পা মেরেছে৷’’

প্রসঙ্গত, গোসাবা, খড়দহ, শান্তিপুর ও দিনহাটা বিধানসভার উপ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল গত ৩০ অক্টোবর৷ মঙ্গলবার এই চারকেন্দ্রের ফলাফ প্রকাশের শুরু থেকেই সব মহলের নজরে ছিল শান্তিপুর ও দিনহাটা৷ কারণ, একুশের নির্বাচনে এই দুটি কেন্দ্র থেকে জয়ী হয়েছিল গেরুয়া শিবির৷ যদিও নিজেদের সাংসদ পদ অক্ষুন্ন রাখতে পরে বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছিলেন তাঁরা৷ তারই জেরে এই দুই কেন্দ্রের নির্বাচন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × five =