কলকাতা: জয় তো আসেইনি। উল্টে তিন কেন্দ্রে খোয়াতে হয়েছে জামানত। অন্যদিকে অপ্রত্যাশিত ফলাফল শাসক শিবিরের৷ দিনহাটা এবং গোসাবায় জয়ের ব্যবধান দেড় লক্ষেরও বেশি৷ খড়দহের ব্যবধান প্রায় লাখ ছুঁই ছুঁই৷ আর শান্তিপুরেও ব্যবধান প্রায় ৬০ হাজারের ওপরে৷ স্বভাবতই, পরাজয়ের কারণ ব্যাখ্যা করতে গিয়ে বিস্ফোরক দাবি করে বসলেন বিজেপির কেন্দ্রীয় সহ সভাপতি দিলীপ ঘোষ৷
নাম না করে নিশীথ প্রামাণিক, জগন্নাথ সরকারদের উদ্দেশ্যে তীব্র আক্রমণ শানিয়ে বললেন,‘‘মন্ত্রী হওয়ার লোভে বিধায়ক হয়েছিলেন৷ মন্ত্রী হওয়ার আগেই ভাবখানা এমন যেন মন্ত্রী হয়ে গিয়েছেন৷’ প্রসঙ্গত, একুশের নির্বাচনের সময় দলের রাজ্য সভাপতি ছিলেন দিলীপ ঘোষ৷ অথচ সে সময় পুরো ভোট প্রক্রিয়া এবং কাকে কোথায় প্রার্থী করা হবে, সবটাই ঠিক করেছিলেন কেন্দ্রীয় নেতৃত্ব৷ সেই প্রসঙ্গ টেনে এদিন ঘুরিয়ে শীর্ষ নেতৃত্বের দিকে আক্রমণ শানিয়েছেন দিলীপ৷ বলেছেন, ‘‘বিধানসভা নির্বাচনে তো আমাদের কোনও কাজই করতে দেওয়া হয়নি৷ সবটাই পরিচালনা করেছেন কেন্দ্রীয় নেতৃত্ব৷’’
একই সঙ্গে ক্ষোভ উগড়ে বলেছেন, ‘‘সরকার গড়তে হলে মাটিতে পা রেখে সংগঠন গড়তে হবে৷ পুরসভা কিংবা পঞ্চায়েতের দিকে নজর দেব না৷ রাতারাতি ক্ষমতায় বসে যাবে৷ এমন স্বপ্ন দেখা ঠিক হয়নি৷’’ রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দলবদলুদের দলে নেওয়ার ঘটনায় প্রথম থেকেই আপত্তি ছিল দিলীপের৷ বিধানসভার পর দু’দফার উপ নির্বাচনের পর দলের আরও শোচনীয় পরাজয় হওয়ায় এবার সেই সবকে সামনে রেখেই কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে প্রকাশ্যে সরব হলেন দিলীপ৷ একই সঙ্গে আক্রমণ শানিয়েছেন শাসক শিবিরের সন্ত্রাসের বিরুদ্ধেও৷ বলেছেন, ‘‘ভোটই তো করতে দেওয়া হয়নি৷’’