মালদার নদীতে বিশালাকৃতি ডলফিনকে ঘিরে চাঞ্চল্য

মালদার নদীতে বিশালাকৃতি ডলফিনকে ঘিরে চাঞ্চল্য

মালদা: ডলফিন উদ্ধারে চাঞ্চল্য ছড়াল মালদার মানিকচক ব্লকের তিওরপাড়া পরানপুর ঘাট এলাকায়। নদী থেকে মৃত অবস্থায় ওই ডলফিনটিকে উদ্ধার করে স্থানীয় মৎস্যজীবীরা। সোমবার সকালে এই ঘটনা সামনে আসতেই এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বিশালাকৃতির ডলফিন দেখতে ভিড় জমায় বিভিন্ন প্রান্তের মানুষ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কালিন্দী নদীতে মাছ ধরার জন্য রাত থেকেই নদীতে জাল ফেলে রাখেন মৎস্যজীবীরা। সেই জালের মধ্যে আটকে যায় বিশালাকৃতির এই ডলফিনটি। সকালে জাল তুলতে গিয়ে মৎসজীবীদের নজরে আসে যে জালে আটকে রয়েছে বিশাল আকৃতির প্রাণীটি৷ মাছের জালে ডলফিন আটকে থাকার খবর মুহূর্তে ছড়িয়ে পড়ে গ্রাম থেকে গ্রামান্তরে৷ ভিড় জমাতে শুরু করেন আশেপাশের গ্রামের কৌতুহল মানুষ৷

তারই জেরে করোনা বিধি উড়িয়ে নদী পাড়ে জমতে থাকে ভিড়৷ মৎস্যজীবী মানুষেরাই মৃত ডলফিনের দেহ নদী থেকে তুলে নিয়ে আসে। খবর দেওয়া হয় মালদা জেলার বনদপ্তরকে। এদিকে ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় মানিকচক থানার পুলিশ। পরে বন দপ্তরের কর্মীরা পৌঁছে মৃত ডলফিনের দেহ নিজেদের হেফাজতে নেন। এই প্রসঙ্গে বন দপ্তরের আধিকারিক প্রদীপ গোস্বামী জানান, এটি একটি জ্ঞানজেটিক ডলফিন। এই ডলফিন বিলুপ্তপ্রায় প্রাণী। খবর পাওয়া মাত্রই আমার ছুটে আসি। মৃতদেহটি হেফাজতে নেওয়া হয়েছে। পরবর্তী যা প্রক্রিয়া রয়েছে তা হবে এবং দেহটির কি করা হবে সে বিষয়ে জেলা বনদপ্তর আধিকারিকরা সিদ্ধান্ত নেবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − twelve =