রিসেপশনের জন্য কেনা গাউন পরে ভ্যাকসিন নিলেন মহিলা

রিসেপশনের জন্য কেনা গাউন পরে ভ্যাকসিন নিলেন মহিলা

 
বাল্টিমোর: বিয়ের রিসেপশনের জন্য কেনা গাউন পরে কোভিড ১৯ ভ্যাকসিন নিলেন এক মহিলা৷ যুক্তরাষ্ট্রের বাল্টিমোরের বাসিন্দা সারাহ স্টাডলি বিয়ের পর রিসেপশনের অনুষ্ঠানও বাতিল করতে হয় করোনার কারণে৷ তাই আগে থেকে কেনা গাউনটি এভাবেই সদ্ব্যবহার করলেন তিনি৷

২০১৯ সালের নভেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা সারাহ স্টাডলি ও ৩৯ বছর বয়সি ব্রায়ান হার্লার বাগদান পর্ব সম্পন্ন করেন। এরপর তাঁরা ২০২০ সালে বিয়ের পরিকল্পনা করেন এবং একটি জাঁকজমক পূর্ণ অনুষ্ঠানের পরিকল্পনা করে ১০০ জন অতিথির উপস্থিতিতে সান দিয়েগোতে বিয়ে করবেন বলেও ঠিক করেন। কিন্তু গত বছর করোনা নামক অতিমারির কারণে সব কিছু প্রায় থেমে যায়৷ তাঁদেরকেও নিজেদের পরিকল্পনা বাতিল করতে হয়।

যদিও তাঁরা নভেম্বরে বিয়েটা সারেন একটি ছোট অনুষ্ঠানের আয়োজন করে সান দিয়েগো কাউন্টির ক্লার্ক অফিসের বাইরে৷ সেখানে বিয়ের ঐতিহ্যবাহী পোশাক পরেন তাঁরা। ছোট্ট ডিনারের আয়োজন করা হয়৷ তবে ওই দম্পতি তাঁদের বড়সড় করে অনুষ্ঠানের শখ পূরণ করতে পরিবার ও বন্ধুদের নিয়ে আড়ম্বরপূর্ণ রিসেপশনের আয়োজন করতে চেয়েছিলেন জুন মাসে। এর জন্য পোলকা ডটের ডিজাইনের একটি সুন্দর গাউনও কিনে ফেলেন স্টাডলি।
কিন্তু ফের করোনা এসে সব বানচাল করে দেয়৷ এ বছরের জানুয়ারিতে যখন যুক্তরাষ্ট্রে ভ্যাকসিন দেওয়া শুরু হয়, তখন রিসেপশনের পরিকল্পনাও বাতিল করেন তাঁরা। এমনকি রিসেপশনের জন্য কেনা গাউনটিও কোনও অনুষ্ঠান ছাড়া আর পরা হবে না বলে নিরাশ হয়ে পড়েন স্টাডলি। তখনই টুইটারে একজনের পোস্ট দেখে অনুপ্রাণিত হয়েছিলেন। কেউ একজন ভ্যাকসিন নেন চুমকি বসানো দীর্ঘ গাউন পরে এবং সেই ছবি টুইটারে পোস্ট করেন এবং ক্যাপশনে লিখেছিলেন ‘এটি এ বছরে আমার সেরা ঘটনা।’

 

এই ঘটনা থেকেই অনুপ্রাণিত হয়ে স্টাডলিও ভ্যাকসিন নেওয়ার দিন রিসেপশনের জন্য কেনা গাউনটি পরে বাল্টিমোরের এমঅ্যান্ডটি ব্যাঙ্ক ফুটবল স্টেডিয়ামে যান।  স্টাডলির স্বামী হার্লার বলেন যে, তাঁর স্ত্রী যখন এই পোশাক পরে এসেছিলেন তখন তিনি অবাক হয়েছিলেন এবং আনন্দিতও হয়েছিলেন। স্টাডলির বিয়ের গাউন পরে তাঁর ভ্যাকসিন নেওয়ার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 + 10 =