কলকাতা: কেন্দ্রীয় বাহিনী দিয়ে পুরসভার নির্বাচন পরিচালনা করার জন্য নির্বাচন কমিশনের কাছে আবেদন করতে চলেছে বিজেপি। খুব তাড়াতাড়ি এই নিয়ে পদক্ষেপ নেওয়া হবে বলে জানা গিয়েছে। রাজ্যে নির্বাচন করার মতো পরিস্থিতি নেই। তাই বিজেপি চায় কেন্দ্রীয় বাহিনী দিয়ে আসন্ন পুরসভার নির্বাচন পরিচালনা করা হোক। এই মর্মে তারা নির্বাচন কমিশনের দারস্থ হবে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথাই জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার।
বিজেপি রাজ্য সভাপতির বক্তব্য, বাংলার যা পরিস্থিতি তাতে কেন্দ্রীয় বাহিনী ছাড়া ভোট করা সম্ভব নয়। ভোট করার মত অনুকূল পরিস্থিতি নেই পশ্চিমবঙ্গে। তাই পুরভোট কেন্দ্রীয় বাহিনী দিয়েই হতে হবে। একই সঙ্গে তিনি আরও বলেন, নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনী দিলেও রাজ্য সরকার তাদের হয় বসিয়ে রাখবে নয়তো কোচবিহার রাজবাড়ী দেখতে পাঠিয়ে দেবে। তাই তাঁরা সংগঠনের সর্বস্তরে নির্দেশ দিয়েছেন যে, পুলিশ বা আধাসামরিক বাহিনীর দিকে না তাকিয়ে থেকে দলের যুব, মহিলা সহ বিভিন্ন মোর্চার সদস্যদের নিয়ে সর্বশক্তি দিয়ে আসন্ন পুরসভার নির্বাচনের ময়দানে ঝাপিয়ে পড়তে হবে।
গতকাল সাংবাদিক সম্মেলনের পর বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার যোগ দেন জলপাইগুড়ি মুন লাইট ক্লাবের কালী পূজোয়। সেখানে তাঁকে ফুল দিয়ে বরণ করেন ক্লাব সদস্যরা। সেখানে খানিক্ষন থেকে সকলের সাথে কুশল বিনিময় করে তিনি চলে যান তার শ্বশুর বাড়িতে। প্রসঙ্গত উল্লেখ্য, গত মঙ্গলবার তিনি জলপাইগুড়ি তাঁর শ্বশুর বাড়িতে আসেন। দু’দিন শ্বশুর বাড়িতে থাকার পর তিনি চলে যাবেন কলকাতায় বলে জানা গিয়েছে।