‘কত দিন আর লজ্জা পাবেন, দল ছেড়ে দিন’, তথাগতকে পাল্টা কটাক্ষ দিলীপের

‘কত দিন আর লজ্জা পাবেন, দল ছেড়ে দিন’, তথাগতকে পাল্টা কটাক্ষ দিলীপের

dilip

কলকাতা: ‘‘যাঁরা দলের জন্য কিছুই করেননি, দল যাদে সবচেয়ে বেশি দিয়েছে, তারাই দলের সবচেয়ে বেশি ক্ষতি করে, আমাদের দুর্ভাগ্য এটা!’’ নাম না করে এবার তথাগত রায়কে পাল্টা আক্রমণ শানালেন বিজেপির কেন্দ্রীয় সহ সভাপতি দিলীপ ঘোষ৷

ঘটনার সূত্রপাত, রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের প্রয়াণে দিলীপ ঘোষের লেখা টুইটকে কেন্দ্র করে৷ তথাগতর দাবি, দিলীপ ঘোষের টুইটের লেখা ইংরেজি ভাষার ভুল রয়েছে৷ দিলীপবাবুর টুইটটি রিটুইট করে তীব্র তাচ্ছিল্যের সুরে তথাগত রায় নিজের টুইটার হ্যান্ডেল থেকে বৃহস্পতিবারলেখেন, “এ হেঃ ইংরেজিটা একটু কেউ দেখে দিতে পারে না?” তারই পাল্টা হিসেবে এদিন সকালে নিউটাউন ইকো পার্কে প্রাতঃভ্রমণে এসে পাল্টা আক্রমণ শানিয়েছেন দিলীপ ঘোষ৷ শুধু কটাক্ষই করেননি, তথাগতকে দল ছেড়ে দেওয়ার পরামর্শও দিয়েছেন তিনি৷ বলেছেন, ‘‘কত দিন আর লজ্জা পাবেন? দল ছেড়ে দিন!’’

রাজনৈতিক মহল মনে করিয়ে দিচ্ছে, এই প্রথম নয়৷ এর আগেও দিলীপ সহ অন্যান্য শীর্ষ নেতাদের তীব্র খোঁচা দিয়ে প্রকাশ্যে ব্যঙ্গ করেছেন তথাগত৷ বিজেপির এ রাজ্যে পরাজয়ের কারণ হিসেবে টুইটারে লিখেছিলেন, ‘‘সুর করে দিদি-দিদি ডাকায় যা ক্ষতি হয়েছে তার চেয়ে অনেক বেশি ক্ষতি হয়েছে মমতাকে বারমুডা পরতে বলায়,কারণ এর মধ্যে অশ্লীল ইঙ্গিত আছে। ‘বারমুডা’ কথাটা বোধ হয় নতুন শেখা হয়েছিল। নিচু স্তরের মাস্তানির সুরে “পুঁতে দেব”, “শবদেহের লাইন লাগিয়ে দেব”, এই সব কথাতেও প্রভূত ক্ষতি হয়েছে।’’ স্বাভাবিকভাবেই কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন দিলীপ ঘোষ৷ পাল্টা হিসেবে এবার তথাগত রায় কি বলেন, সেদিকেই তাকিয়ে সব মহল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 2 =