পাশে পুতিন, রাশিয়া থেকে ভারতে পৌঁছল কোভিড সরঞ্জাম

পাশে পুতিন, রাশিয়া থেকে ভারতে পৌঁছল কোভিড সরঞ্জাম

মস্কো: করোনা বিরোধী লড়াইয়ে ভারতের পাশে দাঁড়িয়েছে রাশিয়াও৷ বৃহস্পতিবার সকালেই অক্সিজেন কনসেনট্রেটর থেকে শুরু করে ভেন্টিলেটর, কোভিড যুদ্ধের নানা সরঞ্জাম এসে পৌঁছয় ভারতে৷ জানা গিয়েছে, মোট ২০টি অক্সিজেন কনসেনট্রেটর, ৭৫টি ভেন্টিলেটর, ১৫০টি বেডসাইড মনিটর এবং ওষুধ রাশিয়া থেকে আজ সকালেই পৌঁছেছে দিল্লি বিমানবন্দরে৷ 

আরও পড়ুন- ৮৫ লক্ষ টাকার অক্সিজেন কিনে হাসপাতালে দিলেন নাগপুরের এই ব্যবসায়ী

করোনার বিরুদ্ধে যৌথভাবে লড়াই করছে ভারত ও রাশিয়া৷ রুশ ভ্যাকসিন স্পুটনিক ভি-কেও ছাড়পত্র দিয়েছে ভারত৷ ২১ মে  ভারতে চলে আসবে রুশ টিকা৷ ভারতে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত নিকোলয় কুদাশেভ জানিয়েছেন, দু’দেশের কূটনৈতিক সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যেতে কোভিড যুদ্ধে ভারতের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া। তিনি জানান, জরুরি ভিত্তিতে আজই দুটি বিমান ভারতে আসছে৷ অক্সিজেন কনসেনট্রেটরের পাশাপাশি মনিটর, করোনাবীর সহ অন্যান্য ওষুধ ও প্রয়োজনীয় সামগ্রী পাঠানো হচ্ছে৷  প্রসঙ্গত, এই বিষয়ে বুধবারই কথা হয় মোদী ও পুতিনের মধ্যে৷  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × three =