তিন বছরে ভোট হয়নি! রাজ্য, নির্বাচন কমিশনকে নোটিশ পাঠাল হাইকোর্ট

তিন বছরে ভোট হয়নি! রাজ্য, নির্বাচন কমিশনকে নোটিশ পাঠাল হাইকোর্ট

4bb40f1ffbe2a946a4018a45d1847cf1

কলকাতা: রাজ্যের পুরসভা নির্বাচন নিয়ে রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশনকে নোটিশ ইস্যু করল কলকাতা হাইকোর্ট। ২০১৮ সাল থেকে রাজ্যের বহু পুরসভা বা পৌর নিগমের নির্বাচন হয়নি। এর আগে রাজ্য সরকারের পক্ষ থেকে হাইকোর্টে AG জানিয়েছিলেন, বিধানসভা নির্বাচনের পরেই এই পুরসভা বা পৌর নিগমের নির্বাচন করা হবে। কিন্তু এখনো পর্যন্ত রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোন বিজ্ঞপ্তি জারি করা হয়নি। আবেদনকারী মৌসুমী রায়ের পক্ষ থেকে আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় এই দাবি করেন। এদিকে, রাজ্য নির্বাচন কমিশন বা রাজ্য সরকারের পক্ষের কোনো আইনজীবী আদালতে উপস্থিত না থাকায়, রাজ্য ও রাজ্য নির্বাচন কমিশনকে নোটিশ দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আগামী ১৭ নভেম্বর মামলার পুনরায় শুনানি হবে বলে জানা গিয়েছে।

ইতিমধ্যেই জানা গিয়েছে যে, আগামী ১৯ ডিসেম্বর দুটি পুরসভায় নির্বাচন৷ ভোট হবে কলকাতা ও হাওড়ার মতো বড় দুটি পুরসভায়৷ সূত্রের খবর, দুই জেলার পুরভোটই ইভিএমে হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ কলকাতা পুরসভার ওয়ার্ডের সংখ্যা ১৪৪ এবং হাওড়া পুরসভা ওয়ার্ডের সংখ্যা হচ্ছে ১৬৬৷ সম্প্রতি পুর ও নগরোন্নয়ন দফতরের সচিব নির্বাচন কমিশনে যে চিঠি পাঠিয়েছেন তাতে উল্লেখ করা হয়েছে, আপাতত কলকাতা ও হাওড়া, দুটি পুরসভার ভোট চায় সরকার এবং সেই দুটি পুরসভাতেই আপাতত ভোট হবে৷

প্রসঙ্গত, ১১৪টি পুরসভার মেয়াদ শেষ হয়ে গিয়েছে৷ ১৭টি পুরসভা এমনও আছে যার মেয়াদ ফুরিয়েছে দু’ বছর আগে৷ এর মধ্যে রয়েছে হাওড়া৷ রাজ্য সরকার চাইছে কলকাতা ও হাওড়ায় পুরভোট করে নিতে৷ নিয়ম মাফির রাজ্যের তরফে সেই প্রস্তাবই পাঠানো হয়েছিল৷ সূত্রের খবর, রাজ্যের সেই প্রস্তাবেই সিলমোহর দিয়েছে কমিশন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *