‘বাংলার মেয়ে এখনও ঘুমচ্ছেন, মুখ্যমন্ত্রী নিদ্রা ভাঙুন’, ভ্যাট কামানোর দাবিতে সোচ্চার শুভেন্দু

‘বাংলার মেয়ে এখনও ঘুমচ্ছেন, মুখ্যমন্ত্রী নিদ্রা ভাঙুন’, ভ্যাট কামানোর দাবিতে সোচ্চার শুভেন্দু

02f70051c5efbaaddb5741b713589ebc

কলকাতা: ইতিমধ্যেই  পেট্রোল-ডিজেলে ভ্যাট কমিয়েছে কেন্দ্র৷ সেই পথে হেঁটে ভ্যাটে কমিয়েছে বিজেপি শাসিত রাজ্যগুলিও৷ কিন্তু এখনও ভ্যাট অপরিবর্তিতই রয়েছে বঙ্গে৷ ভ্যাট কমানোর দাবিতে এবার পথে নামল বঙ্গ বিজেপি। কলকাতা পুলিশের অনুমতি ছাড়াই পথে নেমে প্রতিবাদে সোচ্চার হলেন গেরুয়া নেতারা৷ এদিকে বিজেপি মিছিল শুরু করতেই কড়া নিরাপত্তা বলয়ে ঘিরে ফেলে পুলিশ৷ শুরু হয় ধরপাকড়।

আরও পড়ুন- বিধানসভায় আর বেজে উঠবে না সুব্রতর ফোন, মন ভারাক্রান্ত অধ্যক্ষের

সোমবার ৬ মুরলীধর সেন লেন থেকে বেরয় বিজেপি’র মিছিল৷ মিছিল বেরোতেই উত্তেজনা। মিছিলে রয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, মিহির গোস্বামী, দেবশ্রী চৌধুরী, জগন্নাথ সরকাররা। ইতিমধ্যেই রীতেশ তিওয়ারি সহ বেশ কয়েকজন নেতাকে পুলিশ ভ্যানে তোলা হয়েছে৷ এদিন মিছিল থেকে সরাসরি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আক্রমণ শানান শুভেন্দু অধিকারী৷ তোপ দেগে তিনি বলেন, ‘বাংলার মেয়ে এখনও ঘুমোচ্ছেন!’

শুভেন্দু আরও বলেন, ‘‘তথাকথিত মানব দরদী তিনি৷ সাধারণ লোকের কষ্টে নাকি তাঁর চোখের জল, নাকের জল এক হয়ে যায়। তাঁর এখনও ঘুম ভাঙেনি।’’ তাঁর কথায়, আমাদের নেতারা ২০০-৪০০ মিটার হাঁটার অনুমতি চেয়েছিল৷ আমরা পুলিশের ব্যারিকেড ভাঙতে আসেনি। আমরা এখানে আইন শৃঙ্খলা ভঙ্গ করতে চাই না। কিন্তু অবস্থাটা একবার দেখুন। চারদিক থেকে ঘিরে রেখেছে। গোটা কলকাতা পুলিশ তো বটেই, রাজ্য পুলিশও নিয়ে চলে এসেছে। হাজার পুলিশ দিয়ে ২০০-৩০০ মিটার এলাকায় চক্রব্যূহ তৈরি করে ফেলেছে৷ গাড়ির লাইন লেগেছে৷ সকলকে লালবাজারে নিয়ে যাবে।’’ 

সেই তাঁর দাবি, ‘‘বিজেপি’কে যত মারবে, বিজেপি তত বাড়বে৷ আমাদের দাবি, মুখ্যমন্ত্রী নিদ্রা ভাঙুন। আপনি ভ্যাট কমান। কেন্দ্রের দেখানো পথে হাঁটুন। জনগণকে সুরাহা দিন।” সাংসদ দেবশ্রী চৌধুরী বলেন, “কেন্দ্র শুল্ক কমিয়েছে৷ প্রতিটি রাজ্যকেও ভ্যাট কমানোর আবেদন করা হয়েছে৷ তৃণমূল লোক দেখানো আন্দোলন করে৷ সেটা প্রমাণিত। ভ্যাটের লভ্যাংশ তো কমাচ্ছেই না, উল্টে আমাদের কন্ঠ প্রতিরোধের চেষ্টা চলছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *