কলকাতা: ২০১৬ সালে দেশের সকল মানুষকে চমকে দিয়ে বিরাট বড় ঘোষণা করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছিল নোট বাতিলের। এই সিদ্ধান্তের পর থেকে বারংবার সমালোচিত হয়েছে কেন্দ্রের বিজেপি সরকার কিন্তু তারা বরাবর এই সিদ্ধান্তকে সঠিক বলেই দাবি করে এসেছে। যদিও ৫ বছর পর এই সিদ্ধান্ত কতটা সঠিক তা নিয়ে তর্ক করাই যায়। ঠিক এই জায়গাতে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস সাংসদ ডেরেক ও’ব্রায়েন একহাত নিলেন কেন্দ্রের বিজেপি সরকারকে। পাশাপাশি খোঁচা দিলেন কংগ্রেসকেও।
ডেরেকের বক্তব্য, নোট বাতিলের সিদ্ধান্ত ছিল ভারতের সাধারণ মানুষের ওপর আর্থিক বিশৃঙ্খলা এবং বিপর্যয় নামিয়ে আনার। আর বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাই এই সিদ্ধান্তকে ভুল বলে আখ্যা দিয়েছিলেন। একমাত্র তিনি সঠিক ছিলেন। সাংসদের এই মন্তব্য একদিকে যেমন বিজেপিকে কটাক্ষ করেছে ঠিক তেমনই কংগ্রেসকেও খোঁচা দিচ্ছে কারণ স্পষ্ট বুঝিয়ে দেওয়া হচ্ছে যে সেই সময় কংগ্রেস এমন কিছু দৃঢ় প্রতিবাদ জানায়নি। এই প্রেক্ষিতে পাঁচ বছর আগের মমতার সেই টুইট তুলে ধরেন ডেরেক ও’ব্রায়েন। প্রসঙ্গত বাংলার মুখ্যমন্ত্রী সেই সময় বলেছিলেন, দিনমজুরি করা ব্যক্তি সপ্তাহের শেষে ৫০০ টাকার নোটে বেতন পান কিন্তু তিনি এই সিদ্ধান্তের কারণে জিনিস কিনতে পারবেন না। তাহলে কীসের সিদ্ধান্ত এটা।
মমতার আরও বক্তব্য ছিল, কালো টাকা এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে গিয়ে সাধারণ মানুষ এবং ছোট ব্যবসায়ীদের ওপর কষ্ট বাড়িয়ে দেওয়া হল। তাই তিনি গভীরভাবে উদ্বিগ্ন। আজ ডেরেক ও’ব্রায়েন সেই সময়ের একটি ভিডিও পোস্ট করেন যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় কে দেখা যাচ্ছে ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আব্দুল্লাহ এবং শিবসেনার সদস্যদের সঙ্গে, যারা বিজেপি সরকারের এই পদক্ষেপের ঘোর বিরোধিতা করার জন্য একত্রিত হয়েছিলেন।