‘টিকাই দেয় না, টাকা দেবে কেন্দ্র? ডিজেলে ১ টাকা ভর্তুকি দেয় রাজ্য’, বললেন মমতা

‘টিকাই দেয় না, টাকা দেবে কেন্দ্র? ডিজেলে ১ টাকা ভর্তুকি দেয় রাজ্য’, বললেন মমতা

56ad0896556aa6c832ccde5faefdfb60

কলকাতা:  পেট্রোল-ডিজেলের উপর ভ্যাট কমিয়েছে কেন্দ্র৷ দিল্লির পথে হেঁটে ভ্যাট কমিয়েছে বিজেপি শাসিত রাজ্যগুলিও৷ কিন্তু রাজ্যে ভ্যাট না কমায় ক্রমাগত চাপ বাড়াচ্ছে বিরোধীরা৷ এদিন মুখ্যমন্ত্রী বলেন, ক্রমাগত পেট্রোল-ডিজেল এবং গ্যাসের দাম বাড়ছে৷ মানুষের টাকা-পয়সা রুদ্ধ করে দেওয়া হচ্ছে৷ ব্যাঙ্কিং সেক্টরে লেনদেন কম হচ্ছে৷ রেল থেকে সেল, ভেল, কোল সব কিছু বন্ধ করে দেওয়া হচ্ছে৷ বেকারি বাড়ছে৷ 

আরও পড়ুন- রদবদলের পথে মমতার মন্ত্রিসভা, চমক দিয়ে অর্থমন্ত্রক নিজের হাতেই রাখতে চলেছেন মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী আরও বলেন, গ্যাস-পেট্রোল এবং ডিজেল থেকে ৪ লক্ষ কোটি টাকার উপর তুলেছে কেন্দ্রীয় সরকার৷ ডিজেল না থাকলে জিনিসের দাম তো বাড়বেই৷ কৃষকরা চাষ করবে কী ভাবে? ডিজেল দিয়েই তো চাষ করে৷ যে সকল রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে সেখানে হাজার হাজার কোটি টাকা দিচ্ছে৷ কিন্তু আমাদের সেই টাকা দেওয়া হয় না৷ মমতা বলেন, আমাদের টিকাই দেয় না আর টাকা দেবে! প্রতি লিটার ডিজেলে ১ টাকা করে ভর্তুকি দেয় রাজ্য৷ টাকা না থাকা সত্ত্বেও এই ভর্তুকি দিই৷ আমাদের যত প্রকল্প রয়েছে, আর কোথাও নেই৷ সামাজিক সংস্কারে এগিয়ে বাংলা৷ মণীষীরা যে চিন্তা ভাবনা করেছিলেন, আমাদের সরকার তা কাজে করে দেখিয়েছে৷ যেখানে সংস্কার নেই, সেখানে সংস্কার থাকবে কী করে৷  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *