কলকাতা: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে সব থেকে বড় দলবদল ঘটেছিল শুভেন্দু অধিকারীর হাত ধরেই। শাসক দলের সঙ্গে দীর্ঘ সময়ের সম্পর্ক ছেদ করে বিজেপিতে এসেছিলেন তিনি। তারপর থেকে শুভেন্দুকে নিয়ে বিতর্ক চলেই যাচ্ছে। তবে এবার যেন সবকিছু ছাড়িয়ে গেল। সরাসরি প্রকাশ্যে শুভেন্দু অধিকারীকে ‘চোর’ বলেছিলেন বিজেপির হাওড়া জেলা সভাপতি সুরজিৎ সাহা। শুভেন্দু যে সৎ তার প্রমাণ চেয়েছিলেন তিনি। সেই আক্রমণের কয়েক ঘন্টার মধ্যেই সুরজিৎ সাহাকে বহিস্কার করল ভারতীয় জনতা পার্টি।
একটি ভিডিও প্রকাশ্যে এসেছিল যেখানে বিজেপির হাওড়া জেলা সভাপতি সরাসরি আক্রমণ করছেন শুভেন্দু অধিকারীকে। সেই ভিডিও সামনে আসার পরেই পদক্ষেপ নিয়েছে বঙ্গ বিজেপি নেতৃত্ব এবং জেলা সভাপতিকে বহিষ্কার করেছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। দলীয় নেতৃত্বের বক্তব্য, দলের অন্দরে মনোমালিন্য বা ক্ষোভ থাকতে পারে কিন্তু সেটাকে এইভাবে প্রকাশ্যে আনা যাবে না। যদিও বহিস্কৃত ওই বিজেপি নেতা নিজের কাজের জন্য অনুতপ্ত নন। তিনি শোনাচ্ছেন, দল বিরোধী কোনো কাজ করেননি তিনি বরং তিনি প্রতিবাদ জানিয়েছেন কারণ দলের কর্মীদের অপমান করা হয়েছে। এটা যদি অন্যায় হয় তাহলে এই ধরনের অন্যায় তিনি বার বার করতে পারেন। একই সঙ্গে শুভেন্দু অধিকারী সম্পর্কে তাঁর যে মনোভাব বদলাবে না সেটাও বুঝিয়ে দিয়েছেন তিনি। সুরজিতের বক্তব্য, তিনি সেসব নেতাদের সঙ্গে কাজ করতে পারবেন না যারা সময় সময় দলবদল করে। এই প্রেক্ষিতেই তার আরো বড় অভিযোগ, তৃণমূলিকরণ চলছে বিজেপিতে।
আসলে মূলত নারদ কান্ড নিয়ে শুভেন্দু অধিকারীকে আক্রমণ করেন সুরজিৎ সাহা। টাকা নেওয়া প্রসঙ্গ তুলে তিনি বলেন যে, ওই ভিডিওতে কোন বিজেপি নেতাকে টাকা নিতে দেখা যায়নি কিন্তু শুভেন্দু অধিকারীকে নিতে দেখা গিয়েছিল। তাই তাঁকে প্রমাণ করতে হবে তিনি কত বড় সৎ।