পরিবারের বিরুদ্ধে ‘নোংরা’ মন্তব্য, কুণালের বিরুদ্ধে আদালতে গেলেন শুভেন্দুর ভাই

পরিবারের বিরুদ্ধে ‘নোংরা’ মন্তব্য, কুণালের বিরুদ্ধে আদালতে গেলেন শুভেন্দুর ভাই

701de0e3e3745e03f99363f3eebaebb9

কাঁথি: ২৪ ঘণ্টা আগেই বাছা বাছা বিশেষণে শুভেন্দু অধিকারী এবং তাঁর পরিবারকে আক্রমণ শানিয়েছিলেন তৃণমূলের অন্যতম নেতা কুণাল ঘোষ৷ এবার সেই কুণালের বিরুদ্ধে আদালতে মামলা ঠুকলেন শুভেন্দুর ভাই সৌমেন্দু অধিকারী৷ বৃহস্পতিবার আইনজীবী মারফৎ কাঁথি আদালতে মামলা ঠুকেছেন সৌমেন্দু৷

সৌমেন্দুর আইনজীবী অনির্বাণ চক্রবর্তী বলেন, ‘‘বুধবার নন্দীগ্রামে একটি সভা থেকে শুভেন্দু অধিকারী ও তার পরিবারের উদ্দেশ্যের কুরুচিকর মন্তব্য করেছেন কুণাল। তিনি ওই সভা থেকে বেজন্মা, জন্মের ঠিক নাই, গদ্দার ও মীরজাফর সহ একাধিক কুরুচিকর ভাষায় আক্রমণ করেছেন অধিকারী পরিবারকে। সেই কারণে সৌমেন্দু অধিকারীর ও তার পরিবারের সদস্যদের মান সম্মান হানি হয়েছে। ৫০০ আইপিসি ধারায় মামলা রুজু হয়েছে। কাঁথি আদালতে এসিজেএম বিচারক শিভম মিশ্র কাছে অভিযোগ দায়ের করেছি।’’

গত ১০ নভেম্বর নন্দীগ্রামের ‘সূর্যোদয়’ দিবস উপলক্ষে ভূমি উচ্ছেদ কমিটির উদ্যোগে শহীদ স্মরণে একটি সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। ওই মঞ্চ থেকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী উদ্দেশ্যে একাধিক কটুক্তি ছুড়ে দেন তিনি। এর প্রতিবাদে বৃহস্পতিবার সকালে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী কাঁথি আদালতে আইনজীবী মারফত তৃণমূল নেতা কুণাল ঘোষের নামে ফৌজদারি মামলা দায়ের করলেন। এবিষয়ে সৌমেন্দু অধিকারীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “ওঁর মন্তব্যে পরিবারের সম্মান ক্ষুন্ন হয়েছে৷ তাই মামলা করেছি৷’’  বিষয়টি প্রকাশ্যে আসতেই কাঁথির রাজনৈতিক আকাশে ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *