পেট্রোপণ্যে রাজ্যের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুলে বিস্ফোরক শুভেন্দু

পেট্রোপণ্যে রাজ্যের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুলে বিস্ফোরক শুভেন্দু

তমলুক: পেট্রোল ও ডিজেল মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজ্য সরকারের বিরুদ্ধে সোচ্চার হলেন পূর্ব মেদিনীপুর জেলার বিজেপি নেতৃত্বরা। বৃহস্পতিবার বিকালে তমলুকের মানিকতলা থেকে হাসপাতাল মোড় পর্যন্ত পদযাত্রা করল বিজেপি। পাশাপাশি হাসপাতাল মোড়ে ট্যাবলো গাড়িতে উঠে বক্তব্য রাখেন বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামে বিধায়ক শুভেন্দু অধিকারী।

বিজেপি অভিযোগ, কেন্দ্র দাম কমালেও রাজ্য ভ্যাট কমাচ্ছে না৷ তাই পেট্রল ডিজেলের দাম কমানোর দাবিতে মাঠে নামল বিজেপি৷ পাশাপাশি ভগবানপুরে বিজেপি নেতা চন্দন মাইতি খুনের প্রতিবাদে অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিতে প্ল্যাগার হাতে মিছিল করেন বিজেপি কর্মী সর্মথকরা। তমলুকের হাসপাতাল মোড়ে মিছিল ও পথসভার পর অবরোধ করেন। তমলুক থানার পুলিশ বাহিনী গিয়ে বিক্ষোভরত বিজেপি কর্মী সমর্থকদের সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেন। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ছাড়াও উপস্থিত ছিলেন হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসী মণ্ডল, তমলুক সাংগঠনিক জেলার বিজেপি জেলা সভাপতি নবারুণ নায়ক সহ অন্যান্যরা।

বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে তীব্র ভাষায় আক্রমণ করে শুভেন্দু বলেন, ‘‘ডানকুনি থেকে দিঘা, কোচবিহার থেকে কাঁথি, দার্জিলিং থেকে দিঘা পর্যন্ত সর জায়গায়তে বাংলার তথাকথিত মেয়ে, স্বঘোষিত মেয়ে নিজেই ঘোষণা করেন। অথচ পেট্রোপণ্যের বিষয়ে উনি রাজ্যের মানুষের সঙ্গে দ্বিচারিতা করছেন৷’’

সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি আরও বলেন, “কেন্দ্রীয় সরকারের রেশন এতদিন মমতা বন্দ্যোপাধ্যায় নিজের নামে চালিয়েছেন৷ সেই কারণে বিপদে পড়েছেন। এর মধ্যে বড় দুর্নীতি রয়েছে৷ তৃনমূল কংগ্রেসের অসুবিধা হচ্ছে, জনগণের কোনও অসুবিধা হচ্ছে না। মহিলাদের বলব, পাঁচশো টাকা ফেলে দিয়ে ঝাঁটা নিয়ে ধরতে।’’ একই সঙ্গে তিনি বলেন, ‘‘ভগবানপুরে বিজেপি খুনের মামলার সিবিআই তদন্তে দাবি জানাবো। এই সরকার দেউলিয়া হয়ে গেছে৷ ভুয়ো স্বাস্থ্যসাথী কার্ড। কেউ পরিষেবা পায় না৷ সরকার দুর্গাপুজায় ২০০ কোটি টাকা বিতরণ করেছে। এর ফলে রাস্তা ও হাসপাতালের আধুনিক চিকিৎসা হবে না৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 + 2 =