চূর্ণ-বিচূর্ণ বাস-লরি-গাড়ি! জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনার বলি একাধিক

চূর্ণ-বিচূর্ণ বাস-লরি-গাড়ি! জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনার বলি একাধিক

চণ্ডীপুর: সাতসকালে দিঘা নন্দকুমার ১১৬ বি জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল যাত্রীবাহী বাস। শুক্রবার সকাল ৮ টা নাগাদ দিঘা নন্দকুমার ১১৬ বি জাতীয় সড়কে চণ্ডীপুর থানার নরঘাট কাছে যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে মর্মান্তিক মৃত্যু হয় দুজনের। পরে হাসপাতালে মৃত্যুর কোলে ঢলে পড়েন আরও একজন৷

আহত হয়েছেন যাত্রীবাহী বাস ও পিকআপভ্যানের মিলিয়ে মোট ১৫ জন যাত্রী। দুর্ঘটনার পর জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে চণ্ডীপুর ও নন্দকুমার থানার বিশাল পুলিশ বাহিনী। দুটো গাড়ি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করতে তৎপর শুরু করেছে পুলিশ। যদিও এখনও জাতীয় সড়কে উপর ব্যাপক যানজট রয়েছে। আহত প্রায় ১৫ জন যাত্রীকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র ও নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। সূত্রের খবর, খেজুরি থেকে একটি যাত্রী নিয়ে বাসটি সকালে যাত্রী নিয়ে হাওড়া উদ্দেশ্যে রওনা দিয়েছিল। গাড়ির গতিবেগ বেশি থাকার ফলেই দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে৷ তবে নিহতদের পরিচয় এখনও জানা যায়নি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × one =