টিএমসিতে একজন পুরুষ আছে, বাকি সব মহিলা: বিস্ফোরক দিলীপ ঘোষ

টিএমসিতে একজন পুরুষ আছে, বাকি সব মহিলা: বিস্ফোরক দিলীপ ঘোষ

30f9d8b4faad8ba42bdadcb75c19ff94

কলকাতা: ‘‘টিএমসিতে একজনই পুরুষ আছে, বাকি সব মহিলা।’’ বিস্ফোরক দাবি বিজেপির কেন্দ্রীয় সহ সভাপতি দিলীপ ঘোষের৷ অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের বিজেপি ত্যাগ প্রসঙ্গে বলতে গিয়ে বৃহস্পতিবার তৃণমূলের যুব নেত্রী তথা অভিনেত্রী সায়নী ঘোষ বলেছেন, ‘‘ওই দলে কোনও মহিলা থাকতে পারেন না৷’’ তারই প্রেক্ষিতে শুক্রবার সকালে এমন বিস্ফোরক দাবি করেছেন দিলীপ৷

সায়নী প্রসঙ্গে দিলীপ বলেন, ‘‘উনি নিজেকে কি মনে করেন! আমরা প্রথম মহিলা প্রতিরক্ষামন্ত্রী বিদেশ মন্ত্রী আমরা করেছি। চারজন মহিলা রাজ্যপাল আমরা করেছি। টিএমসিতে একজনই পুরুষ আছে, বাকি সব মহিলা।’’ যোগ করেছেন, ‘‘লকেটও তো সিনেমায় ছিল। তিনি পার্টিতে এসেছেন লড়াই করেছেন, দল গুরুত্ব দিয়েছে। নেত্রী হয়েছেন।’’

তথাগত রায় পার্টি বিরোধী কথা বললেও দলে ব্যবস্থা নয় কেন, এই প্রসঙ্গে দিলীপ কার্যত তথাগতকে ‘রাস্তার লোক’ বলে কটাক্ষ করে বলেন, ‘‘পার্টিতে যিনি পদাধিকার, গুরুত্ব আছে, তিনি বললে দলের ক্ষতি হয়। অনেকে অনেক কথা বলছেন, রাস্তায় থেকে বলছেন- তাতে লোকেরা গুরুত্ব দেয় না। কিন্তু পদাধিকারেরা এমন কথা বললে দলের ভাবমূর্তি নষ্ট হয়। কিন্তু যিনি পদে থাকে না তার বিরুদ্ধে কি ব্যবস্থা হবে!’’

শুক্রবারই কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা কলকাতা সফরে আসছেন সীমান্ত সংক্রান্ত কিছু বিশেষ সমস্যা নিয়ে আলোচনার জন্য। সেখানে তিনি রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব, ডিজিপির সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন। এছাড়া বৈঠকে উপস্থিত থাকবেন সীমান্ত পাহাড়া সংক্রান্ত সেনাবাহিনীর সবকটি বিভাগের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা। এই প্রসঙ্গে বিজেপির কেন্দ্রীয় সহ সভাপতি নাম না করে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে বলেন, ‘‘বিএসএফ কি দেশের বাইরে? সারা দেশের সুরক্ষা দিচ্ছে। উনি কি মনে করেন বাংলা কি দেশের বাইরে! চোরাচালান করবে, অনুপ্রবেশ করাবে এসব হবে…৷ না, আমরা থাকতে দেশের ক্ষতি হতে দেব না৷ বিএসএফ ভাল কাজ করছে৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *