‘করোনা ভাইরাস… ইটস কাম’! ৭ বছর আগের পোস্ট ঘিরে তোলপাড় নেট পাড়া!

‘করোনা ভাইরাস… ইটস কাম’! ৭ বছর আগের পোস্ট ঘিরে তোলপাড় নেট পাড়া!

5aa996c92925262ad3ef76d3f1daa477

 
ওয়াশিংটন: ‘করোনা ভাইরাস…ইটস কাম৷’ এর বাংলা তর্জমা করলে দাঁড়ায় ‘করোনা ভাইরাস…এটা আসছে’৷ সাত বছর আগে করা এই টুইটার বার্তা নিয়ে আবার নতুন করে ঝড় উঠেছে নেট পাড়ায়৷ মানুষের মধ্যে আলোড়ন ফেলেছে সাত বছর আগের এই বার্তাটি৷ অবশ্য গত দেড় বছর ধরে করোনা নামক মারণ ভাইরাসটি যেভাবে ত্রাস হয়ে উঠেছে, তাতে সাত বছর আগেই কারও এই ধরনের মন্তব্য সত্যিই আলোড়ন ফেলে দেওয়ার মতোই৷  তবে যিনি এই টুইটটি করেছিলেন, তিনি কোনও জ্যোতিষ নন৷

২০১৩-র ৩ জুন মার্কো নামে এক ব্যক্তি এই টুইটটি করেন৷ সে সময় তাঁর পোস্ট নিয়ে খুব আলোচনা না হলেও, আজ কয়েকশো গুণ বেড়েছে এর প্রভাব৷ এই পুরনো পোস্ট নিয়ে নেটমাধ্যমে আলোচনা চলছে জোরকদমে৷ কিন্তু এই পোস্টের অর্থ কী? মার্কো কি সত্যি জানতেন অতিমারির সম্ভাবনা? এখনও পর্যন্ত এর সঠিক উত্তর মেলেনি৷ তবে অনুমান করা হচ্ছে মার্কো তাঁর টুইটে সাধারণ করোনা গোষ্ঠীর জীবাণুর কথাই বলেছিলেন৷ নির্দিষ্ট ভাবে কোভিড ১৯-এর কথা তিনি বলেননি৷ কারণ তিনি পোস্টটি করেছিলেন ২০১৩ সালের জুন মাসে, তখনও ২০১৯ সাল আসতে ৬ বছর বাকি এবং কোভিড ১৯ ভাইরাসের জন্মও ভবিষ্যতের গর্ভে৷ 

তিনি ২০১৬-র ১১ ডিসেম্বরের পরে আর টুইট করেননি৷ শেষ টুইটও ছিল নিছক একটি হাসিমুখ ইমোজির৷ নেটাগরিকরা মার্কোর টুইটার অ্যাকাউন্টে ঝাঁপিয়ে পড়লেও, হতাশ হয়েছেন সবাই৷ তবে মার্কোর এই টুইট গত বছরও চর্চিত ছিল নেটমাধ্যমে৷ মার্কোর পুরনো টুইট ঘিরে কমেন্টের বন্যা বইছে নেটমাধ্যমে৷ এর মধ্যে অবশ্য বেশ কিছু নেটিজেন সন্দেহ প্রকাশ করেছেন যে মার্কো টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে পোস্টের তারিখ ও সময় পাল্টে দিয়েছেন৷ তিনি ২০১৬ সালের পরে আর কিছু টুইট না করায় অনেকেই সন্দেহও প্রকাশ করেছেন৷

 

 

প্রসঙ্গত ২০১৩ সালের আগেই বিজ্ঞানী মহলে ‘করোনা ভাইরাস’ নামটি চর্চিত ছিল৷ সে সময় নির্দিষ্ট অসুখের গোষ্ঠীর জন্য এটা ছিল ‘জেনেরিক নেম’৷ এখন ঘটনাচক্রে এটি অতিমারির মূল নাম৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *