পুরসভার প্রশাসকরা কেন দুয়ারে যাচ্ছেন না? ভোটে নিয়ে বড় আশ্বাস মুখ্যমন্ত্রীর

পুরসভার প্রশাসকরা কেন দুয়ারে যাচ্ছেন না? ভোটে নিয়ে বড় আশ্বাস মুখ্যমন্ত্রীর

কলকাতা: মধ্যমগ্রামে প্রশাসনিক বৈঠকে পুরসভার কাজ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ চেয়ারম্যানদের কাজে বিরক্ত প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী৷ ভাটপাড়া-ব্যারাকপুর-টিটাগড় থেকে দমদম, বিভিন্ন পুরসভার চেয়ারম্যানদের কাজে একেবারেই নাখুশ মমতা৷

আরও পড়ুন- ১৫ দিন অন্তর হবে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের শিবির, ১ জানুয়ারি স্টুডেন্ট ডে ঘোষণা মমতার

এদিন মুখ্যমন্ত্রী বলেন, এখন অনেক জায়গায় নির্বাচিত বোর্ড নেই৷ মনোনিত রয়েছে৷ এক্ষেত্রে কাজ করতে অসুবিধা হয় ঠিকই৷ কলকাতা ও হাওড়া পুরভোটের পর কোভিড বিধি মেনে ধাপে ধাপে সবকটি পুরসভার ভোট করা হবে৷ কিন্তু যাঁরা পুর প্রশাসনে আছেন তাঁরা কেন এলাকাগুলো ঘুরে দেখছেন না? এলাকার কাজকে কেন গুরুত্ব দিচ্ছেন না? প্রশ্ন মুখ্যমন্ত্রীর৷ এর পরেই তাঁর নির্দেশ, ‘‘আরবান বিভাগ থেকে প্রতিটি পুরসভায় একজন করে অবজার্ভার নিয়োগ করতে হবে৷ যিনি সমস্ত এলাকা পরিদর্শন করে দেখবেন৷ কোথায় কাজ হচ্ছে, কী অসুবিধা হচ্ছে৷ সম্পূর্ণ রিপোর্ট আমি চাই৷’’ প্রসঙ্গত, গোটা বাংলায় ১২৫টি পুরসভা রয়েছে৷ পুরসভার পাশাপাশি কর্পোরেশন গুলিতেও অবজার্ভার নিয়োগের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী৷

মমতার হুঁশিয়ারি, কে কাজ করছে আর কে করছে না তার বিস্তারিত রিপোর্ট তৈরি করতে হবে৷ ভালো কাজ করলে পুরস্কৃত করা হবে৷ ভালো কাজ না করলে আগামী দিনে তার বিষয়ে ভাবতে হবে৷ তাঁর কথায়, আমাদের কাজ মানুষের কাজ করা৷ মাটিতে না তাকিয়ে শুধু যদি আকাশের দিকে তাকাই, তাহলে মানুষ কৈফিয়েত চাইবেই৷  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × three =