কলকাতা: কেন্দ্রীয় সরকার বিএসএফ নিয়ে যে সিদ্ধান্ত নিয়েছে তার বিরোধিতা করেছে বাংলার শাসক শিবির। এই প্রেক্ষিতে বিধানসভায় নয়া প্রস্তাব স্বীকৃতি পেয়েছে। বিএসএফের এলাকা বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়ে সমালোচনা করেছিলেন পরিচালক এবং অভিনেত্রী অপর্ণা সেন। এবার তার ভিত্তিতে অপনার বিরুদ্ধে মামলা দায়ের হল। বিএসএফ নিয়ে মন্তব্যের কারণে অপর্ণা সেনকে আইনি নোটিস পাঠিয়েছেন আইনজীবী পৃথ্বীশ দাস।
কেন্দ্রীয় সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তার কড়া সমালোচনা করে বিএসএফ প্রসঙ্গে ইতিমধ্যেই বিতর্কিত মন্তব্য করেছেন বিধায়ক উদয়ন গুহ। সেই মন্তব্যের বিরোধিতায় ইতিমধ্যেই সরব হয়েছে ভারতীয় জনতা পার্টি শিবির এবং তাঁর শাস্তির দাবি করা হয়েছে। বিএসএফ প্রসঙ্গে তিনি বিস্ফোরক কিছু অভিযোগ করেন। বিধায়কের দাবি যে সীমান্তে বিএসএফ অত্যাচার করে এবং তল্লাশির সময় মহিলাদের গোপনাঙ্গে হাত দেয়। সেই নিয়ে বিতর্ক কিছু কম ছিল না এদিকে চিত্রপরিচালক অপর্ণা সেন কেন্দ্রের সিদ্ধান্তের বিরোধিতা করতে গিয়ে বিএসএফ সম্পর্কে খুনি, ধর্ষক, এই ধরনের শব্দ প্রয়োগ করেন। যার প্রেক্ষিতে অপর্নার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে কারণ অভিযোগ তোলা হয়েছে যে তিনি সীমান্তরক্ষা বাহিনীকে চূড়ান্ত অপমান করেছেন। মামলাকারীর বক্তব্য, অপর্ণা সেন যা বলেছেন তার জন্য তাঁকে ক্ষমা চাইতে হবে কারণ তিনি কেন্দ্রীয় বাহিনীকে অসম্মান করেছেন। ঘটনার প্রেক্ষিতে নাম না করে চরম কটাক্ষ করেছেন বিজেপি নেতা অনুপম হাজরাও। তিনি নিজের ফেসবুক পোস্টে লিখেছেন, “নিজের জীবন দিয়ে যারা দেশ রক্ষা করে, সেই বিএসএফদের ওপর একমাত্র ‘anti-national’রাই প্রশ্নচিহ্ন তুলতে পারে, আর এক্ষেত্রে আবার ‘চোরের সাক্ষী মাতাল’ হল তাদের পোশাক কিছু ‘pre-paid’ বুদ্ধিজীবী!!!”
এর আগে বিধানসভায় বিএসএফ নিয়ে কিছু মন্তব্যের তীব্র বিরোধিতা করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছিলেন যে, বাংলার বিধানসভার অন্দরে বিএসএফ নিয়ে যে মন্তব্য করা হচ্ছে তা শুনে মনে হবে আফগানিস্তানে বা পাকিস্তানে বসে আছে কেউ।