প্রভাব খাটিয়ে সব কিছু করা যায় না, মোদীকে কটাক্ষ সুজনের

প্রভাব খাটিয়ে সব কিছু করা যায় না, মোদীকে কটাক্ষ সুজনের

কলকাতা: কৃষি আইন বাতিল করেও ফের বিরোধীদের প্রশ্নের মুখে প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী। এই কালা আইন বাতিল করতে কেন এতটা সময় লাগল তা নিয়েই প্রশ্ন তুলেছেন সিপিএমের এরাজ্যর কমিটির সদস্য বর্ষিয়ান নেতা সুজন চক্রবর্তী।

সুজন চক্রবর্তী বলেন, ‘‘প্রধানমন্ত্রী আজকের জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে বলেছেন কৃষি আইনকে বাতিল করবেন। এবং আন্দোলনকারী কৃষকরা যেন নিজের নিজের জমিতে চলে যায়। কিন্তু প্রশ্ন হচ্ছে, এত সময় লাগল কেন? বেআইনি ভাবেই এই আইন করা হয়েছে, উদ্ধত্য দেখিয়ে এই আইন তো করেছিল সরকারই৷ প্রধানমন্ত্রী নিজের ক্ষমতা দেখিয়েই এই আইন পাস করেছিল। কৃষকরা টানা এক বছর আন্দোলন চালিয়ে বুঝিয়ে দিয়েছে যত পরাক্রম হও না কেন আন্দোলনের কাছে কেউ নেই।’’

খানিক থেমে যোগ করেছেন, ‘‘এই জয় ঐক্যবদ্ধ কৃষকের জয়, এই জয় কৃষক আন্দোলনের জয়, এই জয় মোদিজীর দম্ভের বিরুদ্ধে লড়াই করা কৃষকের জয়। স্বাধীনতার পর এত বড় কৃষক আন্দোলন এই দেশে হয়নি। স্বাধীনতার পর এত বড় কৃষক আন্দোলনের যে এই দেশে হয়নি আমি সমগ্র কৃষক আন্দোলন কারীদের ও নেতৃত্বগণকে অভিনন্দন জানাই। প্রভাব ও গায়ের জোরে সব কিছু করা যায় না মোদিজীকে আজ মাথা নিচু করতেই হয়েছে। আগামী কয়েক মাসের মধ্যে পাঞ্জাব ও উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন৷ সেই বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে কেন্দ্র সরকারকে ও বিজেপিকে এই কৃষি আইন বাতিল করতে হল।’’

প্রসঙ্গত, আজ সকালে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভাষণে তিনি সকল দেশবাসীকে গুরু পূর্ণিমার শুভেচ্ছা জানিয়ে বলেন, কেন্দ্রীয় তিনটি কৃষি আইন প্রত্যাহার করে নিচ্ছে সরকার৷ তারপরই মোদীর সমালোচনায় নতুন করে সরব হয়েছে বিরোধীরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen + 8 =