‘পুলিশ যা করেছে একদম ঠিক’, সায়নীর গ্রেফতারিতে বিপ্লব সরকারের পাশে দিলীপ

‘পুলিশ যা করেছে একদম ঠিক’, সায়নীর গ্রেফতারিতে বিপ্লব সরকারের পাশে দিলীপ

caa29c257e40699eabbb19ff7f850cf1

 

কলকাতা: ত্রিপুরায় সায়নী ঘোষের গ্রেফতারিতে উত্তপ্ত রাজ্য রাজনীতি৷ প্রতিবাদে ত্রিপুরা রওনা হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, ব্রাত্য বসু সহ অন্যান্যরা৷ এরই মাঝে তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ শানালেন দিলীপ ঘোষ৷ সায়নী ইস্যুতে বিপ্লব দেব সরকারের পাশে দাঁড়ালেন বিজেপি’র সর্বভারতীয় সহ সভাপতি৷ 

আরও পড়ুন- যা বলার আগরতলায় গিয়ে বলব, ত্রিপুর রাওনার আগে বললেন অভিষেক

প্রতিদিনের মতো এদিনও প্রাতঃভ্রমণে বেড়িয়ে দিলীপ ঘোষ বলেন, “ওরা ত্রিপুরা আর গোয়াকে বাংলা বানাতে চাইছে। মানুষ সেটা মেনে নেবে কেন? মুখ্যমন্ত্রীর সামনে বলছে খেলা হবে! এত হিম্মত কেন হবে? একদম ঠিক কাজ করছে ত্রিপুরা পুলিশ। বাংলায় রোজ আমাদের উপর আক্রমণ হয়, তার কোনও বিচার হয় না। ওখানে ওদের চুনোপুঁটি নেতাদের ইট, পাটকেল মেরেছে তাই খুব কষ্ট।” এর পরেই তৃণমূলের উদ্দেশে তাঁর বিশেষ টিপ্পনি,  “আমি তো বলব, ওদের গোয়া যাওয়া একেবারেই উচিত হবে না। ওখানেও গেলেও একই অবস্থা হবে।” 

শনিবার ত্রিপুরায় ভোটের প্রচার সেরে ফিরছিলেন সায়নী৷ সেই সময় চৌমুহনীতে মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের সভার উদ্দেশে ‘খেলা হবে’ স্লোগান দেন তৃণমূলের যুবনেত্রী৷  মুখ্যমন্ত্রীর উদ্দেশে অপ্রিয় মন্তব্যও করেন তিনি। অভিযোগ, একজনকে চাপাও দেয় সায়নীর গাড়ি৷ আহত ব্যক্তি হাসপাতালে ভর্তি৷ এই অভিযোগের ভিত্তিতে শনিবার রাতেই সায়নীকে গ্রেফতার করার জন্য পোলো হোটেলে পৌঁছয় ত্রিপুরা পুলিশ। ওই হোটেলেই ছিলেন সায়নী সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব। কিন্তু পুলিশের কাছে আইনি নোটিস দেখতে চান তৃণমূল নেতারা। সায়নীকে থানায় নিয়ে যেতে চাইলে বাধা দেন কুণাল ঘোষ। শনিবার রাতে পুলিশ ফিরে গেলেও রবিবার সায়নীকে গ্রেফতার করে পুলিশ৷ সোমবার সকালে ত্রিপুরা রওনা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *