রূপে নয়, বন্দুকের নলেই দিনবদলের স্বপ্ন যুবতীর! চলছে কঠিন লড়াই

রূপে নয়, বন্দুকের নলেই দিনবদলের স্বপ্ন যুবতীর! চলছে কঠিন লড়াই

 

নেপিদ্য (মায়ানমার): চলতি বছরের ফেব্রুয়ারি মাসে আরও একবার সামরিক অভ্যুত্থানের সাক্ষী থেকেছে মায়ানমার৷ নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতার রাশ নিজেদের হাতে নিয়েছে সেদেশের সেনাবাহিনী৷ কাউন্সিলর আং সান সু কি-সহ নির্বাচিত সরকারের শীর্ষ পদাধিকারীদের আটক করেছে তারা৷ এই সামরিক অভ্যুত্থানের পর থেকেই দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়েছে৷ উঠেছে প্রতিবাদের ঝড়৷

গণতন্ত্র ফেরানোর ডাক দিয়ে রাস্তায় নেমেছেন হাজার হাজার মানুষ৷ সেনার পালটা দমন অভিযানের মুখে কেউ কেউ আবার বেছে নিয়েছেন সশস্ত্র বিপ্লবের পথ৷ তেমনই একজন টার টেট টেট৷ তবে ইনি নিছক সাধারণ মানুষ নন৷ দেশের সেনাশাসকদের বিরুদ্ধে অস্ত্র ধরার বাসনায় বিদ্রোহী সংগঠনে নাম লেখানো টেট মায়ানমারের বিউটি কুইন৷ একদা সৌন্দর্য প্রতিযোগিতার মঞ্চ ঝলসে দেওয়া বছর বত্রিশের এই যুবতী আজ অত্যাধুনিক রাইফেল হাতে বিপ্লবের ময়দানে৷ রূপের ছটায় নয়, বন্দুকের নলেই এখন বাসা বেঁধেছে তাঁর দিনবদলের স্বপ্ন৷  

২০১৩ সালে থাইল্যান্ডের ‘মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল বিউটি পেজ্যান্ট’-এ ৬০ জন প্রতিযোগীকে পিছনে ফেলে সেরা সুন্দরীর মুকুট মাথায় পরেছিলেন মায়ানমারের টেট৷ তার পর থেকে জীবনটা বইছিল নিজস্ব ছন্দেই৷ রুপোলি রাংতায় মোড়া জীবনটা কাটিয়ে দিতে পারতেন নিরুপদ্রবেই৷ কিন্তু দেশের এই দশায় টেট সাড়া দিয়েছেন বিবেকের ডাকে৷ আর তাই প্রসাধনী সামগ্রী নয়, আজ তাঁর হাতে শোভা পাচ্ছে অত্যাধুনিক রাইফেল৷ গ্ল্যামারের চড়া আলোকে বিদায় জানিয়ে টেট বেছে নিয়েছেন গভীর জঙ্গলের আঁধার৷ নিশ্চিন্ততার ঘেরাটোপ ছেড়ে ডেরা জমিয়েছেন গহীন অরণ্যে৷ দেশের সেনাশাসকদের বিরুদ্ধে সশস্ত্র লড়াই চালানোর লক্ষ্যে নাম লিখিয়েছেন বিদ্রোহী সংগঠনে৷ তাঁর অঙ্গীকার, হয় সামরিক জুন্টা সরকারের পতন ঘটাবেন, নয়তো লড়তে লড়তে মৃত্যুবর করবেন৷

 

টেট সম্প্রতি নিজের টুইটার হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করেছেন৷ তাতে দেখা যাচ্ছে, বন্দুক হাতে দাঁড়িয়ে টেট৷ শুধু এই ছবি জনতার দরবারে তুলে ধরা নয়, নিজের ফেসবুকে প্রোফাইলে তাঁদের উদ্দেশে টেট বার্তা দিয়েছেন, ‘লড়াই করার সময় এসে গিয়েছে। অস্ত্র, কলম, কি-বোর্ড বা টাকা, আপনার হাতে যাই থাকুক না কেন, তা নিয়েই গণতন্ত্র ফেরানোর লড়াইয়ে যোগ দিন। সকলের সহযোগিতাতেই এই বিপ্লব সফল হবে৷’ টেটের এই নয়া রূপ প্রশংসার ঝড় বইয়ে দিয়েছে নেটদুনিয়ায়৷ সামরিক জুন্টার বিরুদ্ধে গর্জে উঠেছেন গণতন্ত্রকামী মানুষ৷ ফৌজের গুলিতে ৭০০ প্রতিবাদী ঝাঁঝরা হয়ে যাওয়ার পরও টেটের এই বিপ্লব-বার্তা নতুন কোনও সকাল উপহার দেয় কি না, সেটাই এখন দেখার৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 1 =