‘এখানে এত লাফালাফি, ওখানে চুপ কেন?’ সায়নী ইস্যুতে রাজ্যপালকে আক্রমণ ফিরহাদের!

‘এখানে এত লাফালাফি, ওখানে চুপ কেন?’ সায়নী ইস্যুতে রাজ্যপালকে আক্রমণ ফিরহাদের!

কলকাতা: এবার রাজ্যের দাপুটে মন্ত্রী ফিরহাদ হাকিমের আক্রমণের মুখে রাজ্যপাল জগদীপ ধনখড়৷ প্রসঙ্গত, স্টেট ইলেকশন কমিশনকে ডেকে পাঠিয়েছে রাজ্যপাল৷ সেই প্রসঙ্গ উল্লেখ করে তার সঙ্গে ত্রিপুরার প্রসঙ্গ টেনে ফিরহাদ বলেন, ‘‘রাজ্যপাল নির্বাচন কমিশনকে ডাকতেই পারে৷ সেটা নিয়ে কিছু বলার নেই৷ কিন্তু ত্রিপুরার পুলিশ যখন বাংলার সায়নী ঘোষকে ইললিগলভাবে অ্যারেস্ট করল, তখন রাজ্যপাল হঠাৎ চুপ করে যাচ্ছেন কেন? এখানে এত লাফালাফি, ওখানে চুপ কেন রাজ্যপাল?’’

সোমবার সল্টলেকের এটিআইতে একটি অনুষ্ঠানে যোগ দিতে আসেন রাজ্যের পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম। সেখানেই রাজ্যপালকে আক্রমণ করেন তিনি৷ একই সঙ্গে ত্রিপুরা প্রসঙ্গে রাজ্যপাল বলেন, ‘‘লোক গালাগালি দিচ্ছে, তাকে যদি মুখ বাড়িয়ে বলে খেলা হবে তাহলে তাকে ৩০৭ কেস দেওয়া হবে? আইনের অপব্যবহার এটা, ত্রিপুরা দেখিয়ে দিল।’’ প্রসঙ্গত, এদিন সকালেই দিলীপ ঘোষ দাবি করেছেন, আগামী দিনে গোয়াতেও খেলা হবে৷ সেই প্রসঙ্গে তিনি বলেন, ‘‘ভাল তাহলে উনারা যে রাজনীতি গুজরাটে শিখিয়েছিলেন দাঙ্গার রাজনীতি, মারার রাজনীতি সেটাই ভারতবর্ষ প্রযোজ্য হবে৷ ভারতবর্ষের মানুষ কিন্তু এমন জবাব দেবে তখন আর ভারতবর্ষ থেকে পালানোর জায়গা বিজেপি পাবে না।’’

একই সঙ্গে হুঁশিয়ারি দিয়েছেন, ‘‘যেমন বাংলা থেকে মানুষের রায় বিতাড়িত হয়ে গিয়েছে এবার সারা ভারতবর্ষ থেকে বিতাড়িত হবে বিজেপি৷ যারা ভয় পায় তারা মারে৷ যারা মার খায় নীতিগতভাবে এত বলবান হয় যে মার খেয়ে মৃত্যুবরণ করতে পর্যন্ত তাদের ভয় লাগে না৷ আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই শিক্ষাটাই দিয়েছেন৷ মৃত্যুকে ভয় পেও না, মূল্যবোধ সততা এইটা নিয়ে আমরা আগে যাব৷ দেখি যারা বলবান তারা নাকি গুন্ডা তাদের হাতে বেশি পাওয়ার নাকি সাধারণ মানুষের হাতে বেশি পাওয়ার, সেটার পরীক্ষা হবে।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × three =