কারও দাবি চাকরি, কারও বা পরীক্ষা পিছানোর! বিক্ষোভে উত্তাল সল্টলেক

কারও দাবি চাকরি, কারও বা পরীক্ষা পিছানোর! বিক্ষোভে উত্তাল সল্টলেক

9697b422311fb809f01985512dccbd84

কলকাতা: কারও দাবি চাকরির কারও বা পরীক্ষা পিছানোর। তারই জেরে সপ্তাহের প্রথম দিনই বিক্ষোভে বিক্ষোভে উত্তাল হয়ে উঠল সল্টলেকের শিক্ষাভবন।

উচ্চমাধ্যমিক পরীক্ষা পিছনোর দাবিতে এবার বিক্ষোভে সামিল পড়ুয়ারা। ২০২২ সালের এপ্রিল মাসে হবে উচ্চমাধ্যমিক পরীক্ষা৷ এমনটাই জানিয়েছে পশ্চিমবঙ্গ উচ্চ মধ্যশিক্ষা পর্ষদ। এবার সেই পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবি নিয়ে আজ সল্টলেকের বিদ্যাসাগর ভবনে ডেপুটেশন জমা দিলেন পরীক্ষার্থীরা। তাদের দাবি পরীক্ষার নতুন সিলেবাসে আর্টস এবং কমার্সের সিলেবাস কমানো হলেও কমানো হয়নি বিজ্ঞান বিভাগের সিলেবাস। অনলাইন ক্লাস চলায় তাদের বঞ্চিত হতে হয়েছে প্রাকটিক্যাল ক্লাস থেকেও। তাই তাদের সিলেবাস কমানো না হলে পরীক্ষা পিছিয়ে দিতে হবে৷

অন্যদিকে টেট পরীক্ষার রেজাল্ট দ্রুত প্রকাশের দাবিতে সল্টলেকে এ পি সি ভবনের সামনে বিক্ষোভ সামিল টেট পরীক্ষার্থীরা। ২০১৭ সালে টেট পরীক্ষার ফর্ম ফিলআপ করেছিলেন আড়াই লক্ষ পরীক্ষার্থী। দীর্ঘ ৪ বছর পর ২০২১ সালের ৩১ জানুয়ারি সেই পরীক্ষার আয়োজন করে রাজ্য সরকার। চলতি বছর দুর্গা পুজোর আগে সেই পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে বলে আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আন্দোলনকারীদের অভিযোগ, সেই আশ্বাসকে মান্যতা দিয়েছিল পর্ষদ। তবে পুজো কেটে গেলেও সেই পরীক্ষার রেজাল্ট বের করা হয়নি। এদিকে দিনে দিনে বয়স বেড়ে চলেছে পরীক্ষার্থীদের৷ তাই অবিলম্বে পরীক্ষার ফলাফল প্রকাশের দাবি নিয়ে আজ সল্টলেকের এ পি সি ভবনের সামনে বিক্ষোভে সামিল হয় চাকরী প্রার্থীরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *