রানাঘাট: আবারও রেশন দুর্নীতি৷ রানাঘাট এক নম্বর ব্লকের বিদ্যানন্দপুরে। রেশন সামগ্রী থেকে বঞ্চিত প্রায় তিন মাস স্থানীয় বাসিন্দারা৷ এমনটাই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। যার জেরে রাতের অন্ধকারে রেশন সামগ্রী পাচারের অভিযোগ উঠল রেশন ডিলারের বিরুদ্ধে। বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এই দুর্নীতির সঙ্গে জড়িত রয়েছে রেশন ডিলার৷
স্থানীয়রা জানান, রেশন ডিলার হিসাবে নাম রয়েছে মঞ্জুরামি মণ্ডলের৷ কিন্তু রেশনের যাবতীয় কাজকর্ম দায়িত্বভার নিয়েছেন তার মেয়ের ছেলের নাতি বিশ্বজিৎ বিশ্বাস। সাধারণ মানুষকে বারংবার হয়রানির শিকার হতে হচ্ছে রেশন সামগ্রী নিতে গিয়ে। রেশন গ্রাহকদের অভিযোগ, রেশন সামগ্রী নিতে গেলে রেশন ডিলারের পক্ষ থেকে জানানো হয় যে কখনও লিংক নেই, কখনও হাতের ফিঙ্গার গ্রুপ ম্যাচ করছে না। এই একাধিক কারণ দেখিয়ে প্রায় তিন মাস ধরে গ্রাহকদের রেশন সামগ্রী থেকে ডিলার বঞ্চিত করেছেন বলে অভিযোগ৷
বাসিন্দাদের অভি়োগ, স্থানীয় নপাড়া পঞ্চায়েতে অভিযোগ দায়ের করেও কোন সমস্যার সমাধান হয়নি। এদিকে দিনকে দিন তার বেনিয়মের কাণ্ডকারখানা বাড়ছিলই৷ তক্কে তক্কে ছিলেন বাসিন্দারা৷ রবিবার রাতের অন্ধকারে রেশন সামগ্রী সরাতে গিয়ে গ্রামবাসীদের হাতেনাতে ধরা পড়ে যান রেশন ডিলার৷ রেশন সামগ্রী বোঝাই ভ্যান ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়৷ খবর দেওয়া হয় রানাঘাট থানায় এবং খবর পাঠানো হয় রানাঘাট এক নম্বর ব্লকের আধিকারিকের কাছে। রাতভর রেশনের সামগ্রী সহ অভিযুক্ত ডিলারকে আটকে রাখেন বাসিন্দারা৷ পরে পুলিশ অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসে৷ বাসিন্দাদের দাবি, সংশ্লিষ্ট রেশন ডিলারের কঠোরতম শাস্তি চায়৷ যদিও অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট রেশন ডিলারের কোনও প্রতিক্রিয়া মেলেনি৷ পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করা হচ্ছে৷