কলকাতা: টালমাটাল পাকিস্তানের অভ্যন্তরীন পরিস্থিতি৷ ধুঁকছে অর্থনীতি৷ এরই মধ্যে বুধবার গভীর রাতে পদত্যাগ করেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ৷ সেই সঙ্গে ভেঙে দেওয়া হয় পাক সংসদ৷ তিন মাসের মধ্যে ভোট প্রক্রিয়া সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হয়৷ তবে তার আগে তিন দিনের মধ্যে কেয়ার টেকার প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করার নির্দেশও দেওয়া হয়৷ এই অবস্থায় পাকিস্তানের অস্থায়ী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন সেদেশের সেনেটের সদস্য আনওয়ার-উল-হক কাকর। তেমনটাই পাক সংবাদমাধ্যম সূত্রে খবর৷
কাকর বালুচিস্তান আওয়ামি পার্টির সদস্য। সাধারণ নির্বাচন না হওয়া পর্যন্ত তিনিই সামলাবেন প্রধানমন্ত্রীর কর্সি। প্রসঙ্গত, পাকিস্তানের সংবিধান অনুযায়ী, নির্বাচনের আগে সরকার ভেঙে দেওয়াটাই দস্তুর। মধ্যবর্তী সময়ে দেশ চালানোর দায়িত্ব নেন কেয়ারটেকার প্রধানমন্ত্রী। নির্বাচনের সময় কোনও দল যাতে বিশেষ সুবিধা করতে না পারে, সেই লক্ষ্যেই এই নিয়ম।
এই খবর প্রকাশ্যে আসার পরেই কাকর তাঁর টুইটার প্রোফাইল থেকে একটি পোস্ট করেন। সেখানে তিনি ঈশ্বরের কাছে ধন্যবাদ জ্ঞাপন করেন৷ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও বিরোধী দল নেতা রিয়াজ রাজা যৌথ ভাবে একটি চুক্তিতে স্বাক্ষর করেন এবং সেনেটার আনওয়ার উল হক কাকরকে সেদেশের ‘কেয়ারটেকার প্রধানমন্ত্রী’ হিসাবে বেছে নেন। প্রধানমন্ত্রীর দফতর থেকে এক বিজ্ঞপ্তিতে জারি করে বলা হয়, ‘প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা যৌথভাবে এই পরামর্শে স্বাক্ষর করার পর তা রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়।’ সম্ভবত রবিবার শপথ নেবেন কাকর৷